×

খেলা

এশিয়া কাপের ফাইনালে ভারতের চ্যালেঞ্জিং পুঁজি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ০৫:২৯ পিএম

এশিয়া কাপের ফাইনালে ভারতের চ্যালেঞ্জিং পুঁজি

ছবি- সংগৃহীত

   

নারী এশিয়া কাপের নবম আসরের ফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কাকে ১৬৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ভারত। 

রবিবার (২৮ জুলাই) টস জিতে ব্যাটিংয়ে নেমে পাওয়ারপ্লেতে ৪৪ রান তোলেন দুই ভারতীয় ওপেনার শেফালি ভার্মা এবং স্মৃতি মান্ধানা। তবে দলীয় ৫০ রানের আগেই প্যাভিলিয়নে ফেরেন শেফালি। ফেরার আগে ১৯ বলে ১৬ রান করেন এই ওপেনার।

এরপর ব্যাট হাতে নেমে ক্রিজে থিতু হতে পারেননি হরমনপ্রীত কৌর (১১)। অধিনায়কের দেখানো পথেই ফেরেন উমা সেত্রী (৯)।

তবে একপ্রান্ত আগলে রেখে দলীয় স্কোর এগিয়ে নিতে থাকেন স্মৃতি। দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩৫ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বাঁহাতি এ ব্যাটার। 

অন্যপ্রান্তে স্মৃতিকে দারুণ সঙ্গ দেওয়া জেমিমাহ রদ্রিগেস ইনিংস বড় করতে পারেনি। রান-আউট হয়ে ফেরার আগে ১৬ বলে ২৯ রানের দুর্দান্ত এক ক্যামিও সাজান তিনি। ৪ বল ব্যবধানে ৪৭ বলে ৬০ রান করে বাউন্ডারি লাইনে কাঁটা পড়েন ওপেনার স্মৃতি।

এরপর ব্যাটিংয়ে নেমে রীতিমত তাণ্ডব চালান রিচা ঘোষ। ইনিংসের শেষ ওভারে ফেরার আগে ১৪ বলে ৩০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ডানহাতি এ ব্যাটার। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রানের লড়াকু পুঁজি পায় ভারত।

শ্রীলঙ্কার হয়ে কাভিষা দিলহারি দুটি এবং উদেশিকা প্রাবোধানী, সাচিনি নিসানশালা ও চামারি আথাপাত্তু একটি করে উইকেট নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App