অস্ট্রেলিয়ায় পাকিস্তানিদের হারাল বিসিবি এইচপি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ০৩:৫১ পিএম

ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ায় পাকিস্তান শাহিনসের বিপক্ষে চার দিনের ম্যাচে ৫ রানে রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ হাই-পারফরমেন্স (এইচপি) দল। লাল-সবুজ দলের এই জয়ের মূল-নায়ক মাহমুদুল হাসান জয়। ব্যাটে-বলে অলরাউন্ডিং পারফরম্যান্স করেন তিনি। প্রথম ম্যাচে হারের পর এই জয়ে ১-১ সমতায় শেষ হলো সিরিজটি।
সোমবার (২৯ জুলাই) ৪ উইকেটে ১৩৬ রান নিয়ে শেষ দিনে মাঠে নামে পাকিস্তান শাহিনস। এদিন শুরুতেই ওপেনার হাসিবকে ফেরান রেজাউর। ফিফটির পরপরই প্যাভিলিয়নে ফেরেন এই ওপেনার।
এরপর মিডল-অর্ডারে ভয়ঙ্কর হয়ে ওঠা তাহির ও ইউসুফকে ‘গোল্ডেন আর্ম’ আউট করেন মাহমুদুল। ৪৩ রানে তাহির ও ৪৫ রান করে থামেন ইউসুফ।
এরপর ক্রিজে থিতু হয়ে ৫৭ রান যোগ করেন মোহাম্মদ আলি ও খুররাম শেহজাদ জুটি। এই জুটিও ভাঙেন মাহমুদুল।
জয়ের জন্য শেষ ৩ উইকেটে ৯ রান দরকার ছিল পাকিস্তানের। এ সময়ে আলি ও শেহজাদকে ফিরিয়ে ম্যাচে ফেরে এইচপি।
জয়ের জন্য শেষ উইকেটে ৮ রান দরকার ছিল পাকিস্তানের। তবে স্পিনার হাসান মুরাদের ঘূর্ণিতে আকরাম বোল্ড হলেই রোমাঞ্চকর জয় পায় লাল-সবুজেরা।
এর আগে, ডারউইনে প্রথম ইনিংসে বাংলাদেশের ২৫৮ রানের জবাবে ১৭৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান। এরপর ৭৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ৮৪ রান করেছিল বাংলাদেশ। ৭ উইকেট হাতে নিয়ে ১৬৩ রানে এগিয়ে ছিল তারা।
৮৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেন জয় এবং মোল্লা। দলের রান ১১৩ রানে পৌঁছে দিয়ে মোহাম্মদ আলির বলে বোল্ড হয়ে যান ১১৮ বল খেলে ১১ চারে ইনিংস সাজানো জয়।
জয়ের পর সাদমান ইসলামকে রানের খাতা খোলার আগেই ফেরান আলি। ষষ্ঠ উইকেটে ৬৩ রান যোগ করেন মোল্লা ও শাহাদাত হোসেন দিপু। ৩৩ রান করা শাহাদাত দলীয় ১৮০ রানে আউট হন। তবে দলের রান ২শ পার করেন মোল্লা।
দলীয় ২১২ রানে নবম ব্যাটার হিসেবে আউট হবার আগে ১২৩ বল খেলে ৯ চারে ৫৮ করেন আইচ মোল্লা। শেষমেশ দ্বিতীয় ইনিংসে ২১৬ রানে অলআউট হয় বাংলাদেশ। এতে ম্যাচ জয়ের জন্য পাকিস্তানকে ২৯৬ রানের টার্গেট ছুঁড়ে দেয় বাংলাদেশ। জবাবে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৩৬ রান করে পাকিস্তান।
২৯৬ রানের টার্গেটে খেলতে নেমে ৯৬ রানের সূচনা করেন পাকিস্তান শাহিনসের দুই ওপেনার হাসিবুল্লাহ খান ও শাহিবজাদা ফারহান। ৭০ বলে ৬৮ রান করা ফারহানকে শিকার করে বাংলাদেশকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন জয়। এরপর পাকিস্তানকে চেপে ধরেন পেসার রেজাউর রহমান রাজা। কামরান গুলাম ও উমার আমিনকে খালি হাতে বিদায় করেন রাজা।
দিনের শেষভাগে উইকেট শিকারে মাতেন হাসান মুরাদ। ইরফানকে ১৫ রানে আউট করেন তিনি। হাসিবুল্লাহ ৪৪ ও তাইব তাহির ৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।
বাংলাদেশের রাজা দুটি এবং জয় ও মুরাদ একটি করে উইকেট নেন।