×

খেলা

বাংলাদেশে বসছে আইসিসির সভা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ০৪:০৮ পিএম

বাংলাদেশে বসছে আইসিসির সভা

ছবি: সংগৃহীত

   

সবশেষ ২০১৪ সালে বাংলাদেশের মাটিতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভা অনুষ্ঠতি হয়েছিল। এবার দীর্ঘ ১০ বছর ফের ঢাকায় হতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বোর্ড সভা। 

আগামী অক্টোবরে আইসিসির বোর্ড সভার ভেন্যু হিসেবে বাংলাদেশ নির্ধারিত হয়েছে। রবিবার (২৮ জুলাই) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে আসন্ন এই বোর্ড সভা বেশ গুরুত্বপূর্ণ। কেননা, ঢাকাতেই সংস্থাটির আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই এই সভায় আলাদাভাবে নজর থাকবে ক্রীড়াপ্রেমীদের।

আইসিসির বর্তমান কমিটির সবশেষ সভাও এটি। এ সভার এজেন্ডা হিসেবে আইসিসি নির্বাচন, আর্থিক কাঠামো ও ভবিষ্যৎ সফর পরিকল্পনা থাকবে।

এ নিয়ে বিসিবি সভাপতির ভাষ্য, ‘আইসিসির পরের বোর্ড মিটিং ঢাকায় হবে। এখানে নির্বাচনটাও হওয়ার কথা। নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি। অক্টোবরে বর্তমানে যিনি চেয়ারম্যান আছেন, তার শেষ বোর্ড মিটিং। আমাদের নির্বাচনী ইশতেহার দিয়ে দেওয়ার কথা। এটা এর মধ্যেই হয়ে যাওয়ার কথা।’

পাপন যোগ করেন, ‘আইসিসির বর্তমান কমিটির এখন যেহেতু শেষ টার্ম, কিছু ক্রিটিক্যাল সিদ্ধান্ত আছে, যেটার ওপর নির্ভর করবে অনেক কিছু। এখন যা পাস হচ্ছে, তা কিন্তু ৮ বছর চলবে। কে কত টাকা পাবে, খেলা কী হবে; বাংলাদেশ ক্রিকেটের জন্য এ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমি এখন শুধু আইসিসি ও এসিসি নিয়েই আমার সময়টা ব্যয় করছি। যেন ভবিষ্যতে (বিসিবি সভাপতি পদে) যে-ই আসুক, আইসিসি ও এসিসি নিয়ে কোনো সমস্যায় না পড়েন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App