×

খেলা

ইউক্রেনের বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে আর্জেন্টিনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ১১:৪৬ এএম

ইউক্রেনের বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে আর্জেন্টিনা

আর্জেন্টিনা

   

প্যারিস অলিম্পিকের শুরুটা সুখকর হয়নি আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের। বিতর্ক আর নাটকীয়তায় গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর কাছে ২-১ গোলে হেরে যায় আলবিসেলেস্তেরা। তবে ইরাককে ৩-১ ব্যবধানে উড়িয়ে শেষ আটের স্বপ্ন জিইয়ে রাখে লাতিন আমেরিকার দেশটি।

এবার কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের মিশনে গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে ২০০৮ অলিম্পিকের স্বর্ণজয়ীদের বেশ কিছু সমীকরণ মেলাতে হবে। শেষ ম্যাচে ইউক্রেনের মোকাবিলা করবে আর্জেন্টাইনরা। মঙ্গলবার (৩০ জুলাই) বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে দল দুটি।

ইউক্রেনের সঙ্গে জয় পেলে আর্জেন্টিনার কোনো সমীকরণই মেলাতে হবে না। তবে এই ম্যাচে কঠিন পরীক্ষার সামনেই পড়তে যাচ্ছে মাশ্চেরানোর শিষ্যরা। কেননা, উভয় দলই শেষ আটের লক্ষ্যে মাঠে নামবে।

ইউরোপের দেশটির বিপক্ষে নামার আগে শুরুর একাদশের তিনটি পজিশন নিয়ে চিন্তায় আর্জেন্টিনার কোচ মাশ্চেরানো। ইউক্রেনের বিপক্ষে শুরুর একাদশে লুসিয়ানো গান্ডোকে দেখা যেতে পারে। গেল দুই ম্যাচে ভালো সার্ভিস দেওয়ায় সান্তিয়াগো হেজেরও একাদশে জায়গা হতে পারে। রক্ষণেও পরিবর্তন আসতে পারে।

আর্জেন্টিনাসহ অলিম্পিক ফুটবলে ‘বি’ গ্রুপে চার দলেরই পয়েন্ট সমান ৩। গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে হাভিয়ের মাশ্চেরানোর দল। দুই ম্যাচে ৪ গোলের বিপরীতে ৩ গোল হজম করেছে আর্জেন্টিনা।

অন্যদিকে দুই ও তিনে থাকা মরক্কো ও ইউক্রেন সমান তিনটি করে গোল করার বিপরীতে সমানসংখ্যক ৩টি করে গোল হজমও করেছে। এ ছাড়া চারে থাকা ইরাক নিজেদের গোলের চেয়ে একটি গোল বেশি হজম করেছে। তাই গ্রুপ পর্বে শেষ ম্যাচে জয়ী দলই কোয়ার্টারে জায়গা করে নেবে। হেরে গেলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে দুটি দল।

আবার এক বা দুটি ম্যাচই সমতায় শেষ হলে গোল হিসেব সামনে আসবে। তাই দলগুলোকে গোল করার পাশাপাশি গোল হজমের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।

আর্জেন্টিনা অলিম্পিকের সম্ভাব্য একাদশ

গোলরক্ষক : জেরোনিমো রুলি

রক্ষণভাগ : জোয়াকিন গার্সিয়া, মার্কো ডি সিজার/ব্রুনো অ্যামিনো, নিকোলাস ওতামেন্ডি (অধিনায়ক), জুলিও সোলার 

মাঝমাঠ : সান্তিয়াগো হেজে, এজেকিয়েল ফার্নান্দেজ, ক্রিস্টিয়ান মাদিনা, থিয়াগো আলমাদা 

আক্রমণভাগ : জুলিয়ান আলভারেজ, লুসিয়ানো গান্ডো

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App