টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে জ্যোতির উন্নতি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০৪:৪৮ পিএম

নিগার সুলতানা জ্যোতি
নারী এশিয়া কাপে বাংলাদেশ দল ব্যর্থ হলেও ব্যক্তিগতভাবে সফল ছিলেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। গ্রুপ পর্বে থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষে জিতে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। সেখানে শক্তিশালী ভারতের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে। দল ব্যর্থ হলেও দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন নিগার। আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন তিনি। বাংলাদেশের অধিনায়কের অবস্থান ১৪ নম্বরে।
শ্রীলঙ্কাকে এশিয়া কাপ চ্যাম্পিয়ন করা চামিরা আতাপাত্তুও এগিয়েছেন ৩ ধাপ, উঠে এসেছেন ৬ নম্বরে। শ্রীলঙ্কার ব্যাটার এশিয়া কাপে একটি সেঞ্চুরির সঙ্গে ফিফটি করেছেন দুটি। ফাইনালে ৪৩ বলে ৬১ রানের বিস্ফোরক ইনিংস খেলা আতাপাত্তু টুর্নামেন্টে রান করেছেন সর্বোচ্চ ৩০৪।
এক ধাপ এগিয়ে ৪ নম্বরে উঠে এসেছেন স্মৃতি মান্দানা। ফাইনালে ৬০ রানের ইনিংস খেলেছিলেন ভারতের ক্রিকেটার। যদিও শেষ পর্যন্ত থাকতে হয়েছে পরাজিত দলে।
বাংলাদেশের নিগার ৩ ম্যাচে রান করেছিলেন ১৪২। স্ট্রাইকরেট ছিল ১০০ এর নিচে ৯৬ দশমিক ৫৯। বল হাতে বাংলাদেশের রাবেয়া খাতুন নিচে নেমে গেছেন ৪ ধাপ। বর্তমানে তার অবস্থান ১০ নম্বরে। ভারতের বিপক্ষ সেমিফাইনালে কোনো উইকেট পাননি রাবেয়া। ২ ওভার বোলিং করে রান দিয়েছিলেন ১০।
বল হাতে পিছিয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারও। ৫ ধাপ পিছিয়ে ২৬ নম্বরে নেমে গেছেন এই স্পিনার। ৪ ধাপ পিছিয়ে পেসার মারুফা আকতারের অবস্থান এখন ৩০ নম্বরে। নাহিদা ও মারুফা দুজনেই ভারতের বিপক্ষে খরুচে ও উইকেটশূন্য ছিলেন।
সেমিফাইনালে হারলেও শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেট নিয়েছিলেন সাদিয়া ইকবাল। এতে এক ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা চার নম্বরে উঠে এসেছেন। ভারতের রেনুকা সিং ৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫ নম্বরে।