প্রথম রাউন্ডেই বিদায় সাগরের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০৭:১৫ পিএম

সাগর ইসলাম
আর্চারিকে ঘিরেই প্যারিস অলিম্পিকে স্বপ্ন বুনেছিল বাংলাদেশ। তবে হতাশই করলেন আর্চার সাগর ইসলাম। প্রথম রাউন্ডে সরাসরি সেটেই বাদ পড়লেন এই আর্চার। ইতালির মাউরো নেসপলির বিপক্ষে একপাক্ষিক পরাজয় দেখেছেন তিনি। ৬-০ পয়েন্টের ব্যবধানে হেরেছেন সাগর।
প্যারিস অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ পেয়েছিলেন সাগর। তাই তাকে ঘিরে প্রত্যাশাও বেশি ছিল। তবে ফাইনাল পরীক্ষায় খালি হাতেই ফিরলেন তিনি। ৩০-২৭, ২৭-২৬ ও ২৮-২৫ ব্যবধানে বাংলাদেশি আর্চারকে হারিয়েছেন ২০২০ টোকিও অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে রৌপ্যজয়ী নেসপলি।
বুধবার (৩১ জুলাই) ম্যাচের শুরু থেকেই নার্ভাস ছিলেন সাগর। প্রথম অ্যারোতেই সেটার প্রমাণ মিলেছিল। এরপর আর ঘুরে দাঁড়ানো হয়নি সাগরের। প্রথম অ্যারোতে ৮ তুলেন সাগর। পরের দুটিতে ৯ ও ১০ স্কোর করেন তিনি। অন্যদিকে তিনটা অ্যারোতেই ১০ মেরে ৩০-২৭ স্কোরে প্রথম সেট জিতে নেন নেসপলি।
দ্বিতীয় সেটও ভালো হয়নি সাগরের। প্রথম অ্যারোতে মাত্র ৭ স্কোর তুলে পরের দুটিতে সাগরের স্কোর ১০ ও ৯। অন্যদিকে প্রথম দুই অ্যারোতে ৮ ও ৯ স্কোর করা নেসপলি শেষ অ্যারোতে ‘বুলস আই’ বা ‘পারফেক্ট টেন’ মেরে ২৭-২৬ স্কোরে এই সেটও বাগিয়ে নেন।
সবশেষ সেটে যথাক্রমে ৮, ৯ ও ৮-তে ২৫ স্কোর তোলেন সাগর। বিপরীতে ৯, ৯ ও ১০ মেরে সহজ জয় নিশ্চিত করেন নেসপলি। এতে বিদায় নিশ্চিত হয় বাংলাদেশি আর্চারের।