×

খেলা

পাকিস্তান সিরিজে সাকিব খেলবেন কি না, জানাল বিসিবি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০৮:২৮ পিএম

পাকিস্তান সিরিজে সাকিব খেলবেন কি না, জানাল বিসিবি

সাকিব আল হাসান

   

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশে ফেরেননি সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটের পর বর্তমানে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলছেন তিনি। এ টুর্নামেন্টের জন্য আগামী ১২ আগস্ট পর্যন্ত অনাপত্তিপত্র আছে টাইগার এই অলরাউন্ডারের। এরপর আসন্ন পাকিস্তান সিরিজে খেলবেন কি না, তা নিয়েই চলছে জোর আলোচনা। খেললেও দলের সঙ্গে কবে যোগ দেবেন, তা-ও জানা যায়নি। এবার সেসব বিষয়েই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

বুধবার (৩১ জুলাই) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই পরিচালক বলেন, ‘সে খেলবে, কথা হয়েছে। বোর্ডের সঙ্গে কথা হয়েছে, যোগাযোগ হয়েছে আমার সঙ্গেও। সময় যদি না থাকে সে দুবাই থেকে সরাসরি চলে যাবে। অথবা সে ঢাকায় এসে দুই-একদিন প্র্যাকটিস করে, তারপর টিমের সঙ্গে যোগ দিতে পারে। অর্থাৎ পাকিস্তান সিরিজে তাকে পাওয়া যাবে।’

এদিকে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বাংলা টাইগার্স মিসিসাগা এবং টরেন্টো ন্যাশনালসের খেলা শেষে গ্যালারি থেকে এক দর্শকের তোপের মুখে পড়েন সাকিব। ক্ষোভের সুরে ওই সমর্থক জানতে চান, চলমান এই অস্থিরতায় তার নীরব থাকার কারণ কি? সাকিব অবশ্য সরাসরি কোন উত্তর দেননি। বরং ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’ 

বিষয়টি নিয়ে জালাল ইউনুসের কাছে বিসিবির প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় । জবাবে জালাল ইউনুস বলেন, ‘ক্রিকেটে সাকিবের অবদান, আপনারাও ভালো করে জানেন। আমি কিন্তু ভিডিওটা দেখি নাই, আমার কমেন্ট করা ঠিক হবে না। এমনটা (ভক্তকে মন্তব্য) করলে সে ঠিক করেনি, সবারই সব জায়গা থেকে অবদান আছে।’

তিনি যোগ করেন, ‘দেখেন এটা সাকিবের ব্যক্তিগত ব্যাপার সাকিব কী বলেছে, সেখানে আমি সেটা বলতে পারব না। আমি যতটুকু জেনেছি যে কথা বলা হয়েছে। কিন্তু ক্রিকেটে অবদান নাকি এখানে কোনো অবদান বোঝাতে চেয়েছে আমি জানি না।’

উল্লেখ্য, রাওয়ালপিন্ডিতে আগামী ২১ আগস্ট শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্ট খেলতে আগামী ৬ আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় দল। করাচিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ৩০ আগস্ট শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App