প্যারিস অলিম্পিক
টেনিসকে বিদায় জানালেন অ্যান্ডি মারে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০১:৩২ পিএম

স্যার অ্যান্ড্রি ব্যারন মারে
স্যার অ্যান্ড্রি ব্যারন মারে আগেই জানিয়েছেন প্যারিস অলিম্পিকে ক্যারিয়ারের ইতি টানবেন। তবে বিদায়টা রঙিন হলো না তার। পরাজয় দিয়ে বিদায়ঘণ্টা বাজল এই কিংবদন্তি টেনিস তারকার।
বৃহস্পতিবার (১ আগস্ট) পুরুষদের দ্বৈত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে ৬-২, ৬-৪ ব্যবধানে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিৎজ ও টমি পল জুটির কাছে হেরে যান গ্রেট ব্রিটেনের মারে ও ড্যান ইভানস জুটি।
এর আগে, চোটের কারণে আগেই ব্যক্তিগত ইভেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নেন মারে।
বিদায়বেলায় মারের ভাষ্য, ‘নিজের ক্যারিয়ার, অর্জন ও এই খেলায় যতটুকু অবদান রাখতে পেরেছি, তা নিয়ে আমি গর্বিত। অবশ্যই এটা আবেগের। কারণ, এটাই (আমার) শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। তবে এখন আমি সত্যিই খুশি। যেভাবে শেষ হলো, তাতে আমি খুশি। এটা ভালো লাগছে যে অলিম্পিকে নিজের ইচ্ছা অনুযায়ী শেষ করতে পেরেছি। কারণ, (চোটের কারণে) গত কয়েক বছরে এর কোনো নিশ্চয়তা ছিল না।’
২০০৫ সালে পেশাদার টেনিসে আগমন ঘটে কিশোর মারের। দুর্দান্ত পারফর্ম করে ২০১৬ সালে র্যাঙ্কিংয়ের শীর্ষে চলে আসেন তিনি। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনটি গ্র্যান্ডস্লাম জিতেছেন তিনি। সোনালি ক্যারিয়ারে ১১টি বড় প্রতিযোগিতামূলক আসরের ফাইনালে খেলেন ব্রিটিশ এই টেনিস কিংবদন্তি।