ছুটি শেষে ঢাকায় ফিরেছেন হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০২:৩৩ পিএম

ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ছুটিতে গিয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। এবার লম্বা ছুটি শেষে ঢাকায় ফিরলেন লঙ্কান এই মাইন্ডমাস্টার।
গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির লজিস্টিক বিভাগ। তবে হাথুরু একাই না, তার সঙ্গে ট্রেইনার নিক লিও-ও ঢাকায় ফিরেছেন।
এদিকে স্পিন কোচ মোশতাক আহমেদও শুক্রবার (২ আগস্ট) ঢাকায় ফিরবেন বলে জানিয়েছে ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল সূত্র। অন্যদিকে সহকারী কোচ নিক পোথাস আগামীকাল শনিবার এসে পৌঁছাবেন।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে শনিবার মিরপুরে শেষ ধাপে অনুশীলন করবে বাংলাদেশ টেস্ট দলের সদস্যরা।
অন্যদিকে কানাডার গ্লোবাল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছেন সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম। আগামী ১০ বা ১২ আগস্ট টেস্ট দলের সঙ্গে যোগ দেবেন তারা।
টেস্ট দলের ৪ ব্যাটার মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসেন দিপুসহ বেশ কয়েকজন ক্রিকেটার আগে-ভাগেই পাকিস্তান চলে যাবেন। পাকিস্তান এ দলের সঙ্গে সিরিজে খেলবেন তারা।
আগামী ৪ ও ৫ আগস্ট মিরপুরে ‘এ’ দলের সঙ্গে অনুশীলন শেষে ৬ আগস্ট পাকিস্তান সফরের জন্য দেশ ছাড়বেন তারা। আগামী ১০ আগস্ট ইসলামাবাদে পাকিস্তানের ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচ খেলবেন মুশফিক-মুমিনুলরা।
এ ছাড়া আগামী ২১ আগস্ট থেকে বাংলাদেশ-পাকিস্তানের দুই টেস্টের সিরিজ শুরু হবে। যেখানে ২১-২৫ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম ও ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর করাচিতে দ্বিতীয় টেস্টে নামবে শান্ত-বাবররা