প্যারিস অলিম্পিক
সোনিয়া ও ইমরানুর অলিম্পিকে হিটে বাদ পড়লেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

সোনিয়া ও ইমরানুর
ভালোবাসার শহরে জমে উঠেছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক লড়াই। একে একে স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জের পদক গলায় উঠছে ক্রীড়াবিদদের। ভিন্ন চিত্র বাংলাদেশিদের। একের পর এক অংশগ্রহণ করছেন আর বিদায় নিচ্ছেন। অনেক স্বপ্ন নিয়ে অলিম্পিক খেলতে প্যারিসের বিমানে উঠেছিলেন বাংলাদেশের পাঁচ ক্রীড়াবিদ। তবে দেশের পতাকাকে সেভাবে তুলে ধরতে পারেননি কিউই। আগেই বাদ পড়েছিলেন সাঁতারু সামিউল ইসলাম রাফি, আর্চার রবিউল ইসলাম এবং সাগর ইসলাম। সবশেষ গতকাল হিট থেকে বাদ পড়েছেন ইমরানুর ও সোনিয়া।
সবার প্রত্যাশা ছিল প্যারিস অলিম্পিকে লন্ডন প্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমান অন্তত হিটের প্রিলিমিনারি রাউন্ড টপকিয়ে প্রথম রাউন্ডে উঠবেন। সে আশায় গুড়েবালি। ইমরানুর বিদায় নিয়েছেন প্রিলিমিনারি হিট থেকেই।
গতকাল ১০০ মিটার স্প্রিন্টের প্রিলিমিনারিতে ১০.৭৩ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে ৮ জনের মধ্যে ষষ্ঠ হয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব। এই হিট থেকে প্রথম রাউন্ডে কোয়ালিফাই করা পানামার অ্যাথলেটের টাইমিং ১০.৩৪ ও সিশেলসের অ্যাথলেটের টাইমিং ১০.৫১।
প্রিলিমিনারি ৬ হিটের শীর্ষ দুইজন করে এবং সবার টাইমিং মিলিয়ে আরো ৪ জন উঠেছেন প্রথম পর্বে। প্রিলিমিনারি হিট থেকে ওঠা ১৬ নম্বর অ্যাথলেটের টাইমিং ১০.৫৪।
প্রিলিমিনারি হিটে ছিলেন মালদ্বীপের অ্যাথলেট ইবাদুল্লাহ। নিজের হিটে তিনি সময় নিয়েছেন বাংলাদেশের ইমরানুর রহমানের চেয়ে কম (১০.৫৫)। সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনাও যে উঁকি দেয়নি ইমরানুরের পারফরম্যান্সে।
ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা ইমরানুরের। ব্যক্তিগত কোচও তার। তবে দেশের বাইরে বেড়ে ওঠা হলেও বিশ্বমঞ্চে দেশের পতাকা উড়াতে পেরে উচ্ছ¡সিত ছিলেন বাংলাদেশি এই অ্যাথলেট। ট্র?্যাকে নামার আগে তিনি বলেছিলেন, ‘দেশের বাইরে লাল-সবুজ পতাকা ওড়াতে পেরে আমি উচ্ছ¡সিত। আরো কিছু করতে চাই দেশের জন্য।’
কিন্তু নিজের কথা রাখতে পারলেন না ইমরানুর। উল্টো বাজে টাইমিং করে বিদায় নিতে হলো অলিম্পিকের মঞ্চ থেকে। নিজের সেরা টাইমিং ছিল ১০.১১ সেকেন্ড। অথচ অলিম্পিকে করলে বাজে পারফরম্যান্স। এমন টাইমিংয়ের পর হয়তো ইমরানকে নিয়ে মোহ ভাঙবেন বাংলাদেশের ক্রীড়া সংগঠকদের।
অন্যদিকে গতকাল মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে নিজের হিটে ষষ্ঠ হন বাংলাদেশের সোনিয়া খাতুন। দশটি হিট থেকে ৭৯ জন সাঁতারুর মধ্যে বাছাই করা সেরা ১৬ জনকে নিয়ে হবে সেমিফাইনাল। সবমিলিয়ে সোনিয়া খাতুনের অবস্থান ছিল ৬৪’তে। ৩০.৫২ সেকেন্ডে সাঁতার শেষ করেন তিনি।