স্বাধীন বাংলা ফুটবল দলের সাইদুর রহমান আর নেই

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৮:৫৯ পিএম

ছবি: সংগৃহীত
স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান প্যাটেল আর নেই। বৃহস্পতিবার (৮ আগস্ট) বাংলাদেশ সময় বেলা ৪টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সাইদুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফে লিখেছে, খবরটি শুনে আমরা সত্যিই দুঃখিত। সেখানে (পরকালে) তিনি একটু সুন্দর জায়গায় থাকবেন।
ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাইদুর। দীর্ঘ লড়াই শেষে এবার না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।