পর্দা নামল প্যারিস অলিম্পিকের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ছবি: সংগৃহীত
প্যারিসের সিন নদীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে গত ২৬ জুলাই পর্দা উঠেছিল অলিম্পিক গেমসের ৩৩তম আসরের। এরপর শুরু হয় পদকের লড়াই। শুরু থেকেই পদকের লড়াইয়ে প্রতিদ্ব›িদ্বতা করেছে চীন, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া। তবে শেষ হাসিটা হেসেছে মার্কিনিরা। সেই সঙ্গে চীনকে পেছনে ফেলে দলগত সেরার মুকুট পেয়েছে যুক্তরাষ্ট্র।
এ নিয়ে অলিম্পিকে টানা চার আসরে পদক তালিকায় সবার উপরে থেকে শেষ করেছে যুক্তরাষ্ট্র। এবার তারা জিতেছে ৪০ স্বর্ণ, ৪৪ রুপা ও ৪২ ব্রোঞ্জসহ মোট ১২৬টি পদক। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা চীন পেয়েছে ৪০টি স্বর্ণ, ২৭টি রুপা ও ২৪টি ব্রোঞ্জসহ মোট ৯১টি পদক। ২০টি স্বর্ণ, ১২টি রুপা ও ১৩টি ব্রোঞ্জসহ মোট ৪৫টি পদক নিয়ে তালিকায় তৃতীয় স্থানে আছে জাপান। আর স্বাগতিক ফ্রান্স ১৬টি স্বর্ণ, ২৬টি রুপা ও ২২টি ব্রোঞ্জসহ ৬৪টি পদক নিয়ে তালিকায় আছে পঞ্চম স্থানে। আগামী অলিম্পিকের আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র। ২০২৮ এর ১৪ জুলাই দেশটির লস অ্যাঞ্জেলেসে বসবে ক্রীড়াবিদদের মিলনমেলা। ১২৮ বছর পর লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ফিরছে ক্রিকেট।
এবার প্যারিসে পদক জিতেছে মোট ৮৯টি দেশ। এর বাইরে রিফিউজি দল ও দেশের পরিচয় ছাড়া অ্যাথলেটরাও জিতেছেন পদক। দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে এবারই প্রথম ব্যক্তিগত বিভাগে স্বর্ণ জিতেছে পাকিস্তান। জ্যাভেলিন থ্রোতে টোকিওর স্বর্ণজয়ী ভারতীয় নিরজ চোপরাকে পেছনে ফেলে রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন আরশাদ নাদিম।
অলিম্পিকের এবারের আসরে ৩২টি খেলায় ৩২৯টি ইভেন্টে অংশ নিয়েছেন প্রতিযোগীরা। পদক জয়ের লড়াইয়ে অংশ নিয়েছেন ২০৬ দেশের ১০ হাজার ৭১৪ জন অ্যাথলেট। গত ২৭ জুলাই প্রথম পদকের লড়াই অনুষ্ঠিত হয় শুটিংয়ের মিক্সড টিম এয়ার রাইফেলে। ১১ আগস্ট মেয়েদের বাস্কেটবল ফাইনাল ছিল এবারের অলিম্পিকের শেষ ইভেন্ট।
অন্যদিকে বাংলাদেশ থেকে প্যারিস অলিম্পিকের বিমানে উঠেছিল পাঁচ ক্রীড়াবিদ। যেখানে হতাশ করেছেন সবাই। পদক তো দূরের কথা, কোনো ইভেন্টের সেমিফাইনালও খেলতে পারেননি শুটার রবিউল হাসান, আর্চার মোহাম্মদ সাগর ইসলাম, অ্যাথলেট ইমরানুর রহমান দুই সাঁতারু সামিউল ইসলাম রাফি ও সোনিয়া খাতুনের মধ্যে কেউ।
প্যারিস অলিম্পিকের শুরুটা হয়েছিল সিন নদীতে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। ১৬ দিনের আনন্দযজ্ঞের সমাপ্তি ঘটেছে স্তাদে দ্য ফ্রান্সে। উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপনীতেও ছিল চমক জাগানো সব আয়োজন।
স্থানীয় সময় ঠিক রাত ৯টায় শুরু হয় অলিম্পিকের সমাপনী অনুষ্ঠান। যার শুরুটা ফরাসি সংগীত দিয়ে। এরপর ফ্রান্সের জাতীয় সংগীতের পর অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা নিয়ে শুরু হয় মার্চ-পাস্ট। প্যারিস অলিম্পিকে বাংলাদেশের পাঁচ অ্যাথলেট দেশে ফিরে যাওয়ায় এদিন পতাকা বহন করতে দেখা যায় এক ভলান্টিয়ারকে।
এই অনুষ্ঠানের মাঝেই নারী অ্যাথলেটদের পুরস্কার দেয়া হয়। পরবর্তীতে এবারের আসরের নানা মুহূর্ত ডিসপ্লে করা হয়। এরপর শুরু হয় আতশবাজি আর শব্দের ঝনঝনানি। তবে সবচেয়ে বড় চমক ছিল হলিউডের কিংবদন্তি তারকা টম ক্রুজের চোখ ধাঁধানো স্টান্টবাজি। ফ্রেঞ্চ রক ব্যান্ড ফোনিক্স, বেলজিয়ান গায়িকা অ্যাঞ্জেলে ছাড়াও বিলি আইলিশের মতো মেগাস্টারদের পারফরমেন্সও ছিল। ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের শহর লস অ্যাঞ্জেলেসে বসবে অলিম্পিকের ৩৪তম আসর। স্তাদে দ্য ফ্রান্স স্টেডিয়ামে অনুষ্ঠিত মনোজ্ঞ সমাপনী অনুষ্ঠানে তাদের হাতেই তুলে দেয়া হয়েছে অলিম্পিক পতাকা।