×

খেলা

পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ দল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ১২:০৭ পিএম

পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ দল

ছবি: সংগৃহীত

   

দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে পা রেখেছে বাংলাদেশ জাতীয় দল। আগামী ১৭ আগস্ট লাহোরে পাড়ি জমানোর কথা থাকলেও একটু আগেভাগেই সেখানে পৌঁছে লাল-সবুজেরা। দ্য গ্রিন ম্যানদের মাটিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুটি টেস্টের শেষ মুহূর্তের প্রস্তুতি নেবেন শান্ত-লিটনরা।

পাকিস্তানে পা রাখতেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তারা। বাংলাদেশের ক্রিকেটার-কোচ-সাপোর্ট স্টাফদের বরণ করে নেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা। এ সময়ে লাল-সবুজের প্রতিনিধিদেরও ফুরফুরে মেজাজে দেখা গেছে। 

এদিকে অলরাউন্ডার সাকিব আল হাসান পাকিস্তানে দলের সঙ্গে সরাসরি যোগ দেবেন। অন্যদিকে 'এ' দলের সঙ্গে আগেই পাকিস্তানে চলে যান মুশফিকুর রহিম, মুমিনুল হক ও মাহমুদুল হাসান জয় । তাদের সঙ্গে 'এ' দলের সিরিজে তাসকিন আহমেদকেও দেখা যাবে। তাই টেস্ট সিরিজে শুধু দ্বিতীয় ম্যাচে খেলবেন এই পেসার।

এবারও যথারীতি দলের নেতৃত্ব দেবেন তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া দলের অন্য সদস্যরা হলেন- মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম অনিক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App