×

খেলা

তামিমের ফেরা নিয়ে যে ইঙ্গিত প্রধান নির্বাচকের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০১:১৩ পিএম

তামিমের ফেরা নিয়ে যে ইঙ্গিত প্রধান নির্বাচকের

ছবি: সংগৃহীত

   

সবশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে ওপেনার তামিম ইকবালকে জাতীয় দলের জার্সিতে দেখা গেছে। এরপর থেকেই তামিম একবার জানান, জাতীয় দলে ফিরবেন; একবার বলছেন, ফিরবেন না। বারবার জাতীয় দল নিয়ে সাবেক এই অধিনায়কের দোটানা নিয়ে দেশের ক্রিকেটও বিতর্কের মুখে। এতে তামিমের ভবিষ্যৎ নিয়েও রয়েছে নানান প্রশ্ন। তার ফেরা-না ফেরা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে দেশের অধিকাংশ ক্রিকেটপ্রেমী।

এর আগে, গত কয়েক মাসে তামিমের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ কর্তাদের একাধিক বৈঠক হয়। তবে কোনো উত্তর আসেনি।

এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। সরকার পতনের আগে তামিমের সঙ্গে বৈঠকের কথা জানিয়েছিলেন তিনি। তবে পাপন আত্মগোপনে থাকায় ফের অন্ধকারে তাদের বৈঠক। এ নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

তিনি বলেন, ‘আগে আমরা জানতাম যে সভাপতির (নাজমুল হাসান পাপন) সঙ্গে তামিমের একটা বৈঠক হবে। এরপর একটা সিদ্ধান্ত আসবে।’

লিপুর দাবি, ‘সে সিদ্ধান্তের আলোকে আমরা আমাদের কার্যক্রম এগিয়ে নেওয়ার একটা ভাবনা ছিল। তবে আমার মনে হয় যে এখন যেহেতু অনেক কিছু বদলে যাচ্ছে, সে আলোকে কথা বলে অন্তত তামিম ইকবালের মতামতটা জানতে আমার সমস্যা নেই।’

এদিকে ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে তামিমকে বাদ দিয়ে পাড়ি জমালেও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে তাকে খেলার প্রস্তাব দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। তবে এখনও সিদ্ধান্ত জানাননি এই ওপেনার। এ নিয়ে গত ২৮ জুলাই বিসিবি বস পাপন দাবি করেছিলেন, তার সঙ্গে বসেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাপন বলেছিলেন, ‘আনুষ্ঠানিক আলাপ না হওয়া পর্যন্ত এটা নিয়ে মন্তব্য করা কঠিন। তবে আমরা চাই সে আসুক। এর আগে, ওর (তামিম) সঙ্গে যখন আমার বসার কথা ছিল। তখন বিপিএল থাকায় আর বসা হয়নি। বিপিএল শেষ হলো, তারপর দিন একটা মেসেজ পাঠাল আমি দেশের বাইরে যাচ্ছি; এসে আপনার সঙ্গে যোগাযোগ করব। এরপর আর যোগাযোগ হয়নি। যেটুকু হয়েছে, নাফিস ইকবালের অসুস্থতা নিয়ে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App