অস্ট্রেলিয়ায় ফের হারলেন আফিফ–তানজিদরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০২:৫২ পিএম

ছবি: সংগৃহীত
৯ দলের টপ অ্যান্ড সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জয়ের পর টানা দুই পরাজয়ের স্বাদ পেলো বিসিবি হাইপারফরম্যান্স দল (এইচপি)। তাসমানিয়া টাইগার্সের বিপক্ষে ৫ উইকেটে পরাজয়ের পর অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষেও ৮ উইকেটে হেরেছে আকবর আলীর দল।
বুধবার (১৪ আগস্ট) ডারউইনে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৪৭ রান তুলেছিল এইচপি। জবাবে জ্যাক উইন্টারের ফিফটিতে ৮ উইকেট ও ১৪ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় অ্যাডিলেড।
অনভিজ্ঞ দলটির বিপক্ষে ম্যাচের শুরু থেকেই উইকেট বিলিয়ে দিতে থাকে বাংলাদেশ। ৩ দশমিক ৫ ওভারে ২৩ রান তুলতেই একে একে প্যাভিলিয়নে ফেরেন তানজিদ হাসান (১), পারভেজ হোসেন (৮) ও আফিফ হোসেন (২)।
দ্রুত ৩ উইকেট হারালেও আকবরের ৩৬, শামীমের ৪২ এবং শেষদিকে মাহফুজুর রহমানের ৭ বলে ১৬ রানের ইনিংসে ভর করে ১৪৭ রান তোলে বাংলাদেশ।
জবাবে ইনিংসের প্রথম ওভারে রিপনের বলে রাকিবুলের মুঠোবন্দি হয়ে রানের খাতা খোলার আগেই ফেরেন জোস কিন। তবে ওপেনার উইন্টারের ১০ চার ও ৩ ছক্কায় ৫৪ বলে ৮২ রানে হেসেখেলেই জয় তোলে নেয় অ্যাডিলেড। এ ছাড়া নোয়া ম্যাকফাডিয়েন সমান ২ চার-ছক্কায় ৩২ বলে ৩৮ এবং ১৯ বলে ২৩ রান করেন হামিস কেস।
বাংলাদেশের হয়ে রিপন মণ্ডল ও আবু হায়দার রনি একটি করে উইকেট পেয়েছিলেন।