শেষ ষোলোতেই বিদায় মেসিহীন মায়ামির

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৩:১৯ পিএম

ছবি: সংগৃহীত
কোপা আমেরিকার পর থেকেই মাঠের বাইরে চোটাক্রান্ত লিওনেল মেসি। তাই তাকে ছাড়াই লিগস কাপ খেলছিল ইন্টার মায়ামি। মেসিকে ছাড়া বেশিদূর পাড়ি দেওয়া সম্ভব হলো না দলটির। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুর কাছে ৩-২ গোল ব্যবধানে হেরে টুর্নামেন্টের শেষ ষোলো থেকেই বিদায় ঘণ্টা বাজল মায়ামির।
বুধবার (১৪ আগস্ট) সকালে প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস রোহাসের গোলে ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যায় মায়ামি। এরপর ম্যাচের ৬২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরেক প্যারাগুইয়ান দিয়েগো গোমেজ।
এরপর সেখান থেকেই প্রত্যাবর্তনের গল্প লিখে ঘুরে দাঁড়ায় কলম্বাস। দুই গোলে পিছিয়ে থাকা দলটি ১২ মিনিটের মধ্যে পরপর ৩ গোল আদায় করে নেয়।
ম্যাচের ৬৭তম মিনিটে যুক্তরাষ্ট্রের ক্রিস্টিয়ান রামিরেজ, ৬৯তম মিনিটে দিয়েগো রসি এবং ৭৯তম মিনিটে রসি ফের গোল করলে লিড নেয় কলম্বাস। শেষ পর্যন্ত হতাশার পরাজয়কে সঙ্গী করে নকআউট পর্ব থেকেই বিদায় নিলো মায়ামি।