×

খেলা

দ্রুতই মাঠে ফেরার অপেক্ষায় ইবাদত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৬:২৯ পিএম

দ্রুতই মাঠে ফেরার অপেক্ষায় ইবাদত

ছবি: সংগৃহীত

   

প্রায় এক বছর ধরে মাঠের বাইরে পেসার ইবাদত হোসেন। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হয়নি তার। চোটের কারণে আসন্ন পাকিস্তান সিরিজেও তার সার্ভিস পাচ্ছে না লাল-সবুজ শিবির। আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত সিরিজ খেলতে দল যখন পাকিস্তানে, ইবাদত তখন মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। হোম অব ক্রিকেটে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন সময়ের অন্যতম সেরা এই পেসার।

বুধবার (১৪ আগস্ট) অনুশীলনের ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। এ সময়ে ইবাদত জানান, ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে ফিরতে চান। 

ইবাদতের ভাষ্য, ‘লক্ষ্য আছে যেন ভারতের সঙ্গে খেলতে পারি। ভারতের বিপক্ষে দুটি টেস্ট আছে। এখন দেখতে হবে, টেস্ট দিয়ে ফেরার মতো কতটুকু ফিট আছি।’

চোটের বর্তমান অবস্থা সম্পর্কে এই পেসার বলেন, ‘আজকে রানিং করলাম, ফিটনেসের কাজ করলাম। ব্যাটিং করেছি, শেষে বোলিং করলাম। বোলিং শুরু করেছি এক–দেড় মাস হলো। বোলিং ইনটেনসিটির ৭০–৮০ শতাংশ দিতে পারতাম, ওভাবেই আছে এখনও। ট্রেইনার একটা প্রোগ্রাম দিয়েছেন, শেষ অংশে কীভাবে বোলিং করতে হয়, কেমন ফিটনেস বজায় রাখতে হবে। ওটা মেনে অনুশীলন করছি। আশা করছি, আগামী এক–দুই সপ্তাহের মধ্যে ফুল ছন্দে বোলিং করতে পারব।’

ইবাদত যোগ করেন, ‘বোলিংয়ে ছন্দ একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন যে ছন্দে বোলিং করছি, আমার কাছে ভালো লাগছে। মনে হচ্ছে, আমি আমার ছন্দটা খুঁজে পাচ্ছি। এটা একটা ইতিবাচক বিষয়। এই সময়ে আমি আমার দ্বিতীয় স্কিল ব্যাটিং ও ফিল্ডিং নিয়ে কাজ করছি। আমার মুখ্য উদ্দেশ্য হলো যেখানে খেলাটা শেষ করেছি, ওখান থেকে যেন আরও ভালো জায়গায় যেতে পারি। ওখান থেকে যেন মানটা আর নিচে না নামে। ওইটাই আমার মূল উদ্দেশ্য।’

পুনর্বাসনপ্রক্রিয়ার সময়ের কথা স্মরণ করে এই পেসার বলেন, ‘প্রায় এক বছর যেহেতু খেলার বাইরে, আমার বোলিংয়ে ছন্দ না থাকা স্বাভাবিক। তবে এখন একটু একটু করে তা ফিরে পাচ্ছি। আমি আমার রিদম খুঁজে পাচ্ছি, এটা ইতিবাচক দিক। এই সময়টায় ব্যাটিং নিয়েও কাজ করছি। ফিল্ডিং নিয়ে কাজ করছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App