দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলে এবার সেই স্কুলপড়ুয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৯:৫৫ পিএম

ছবি: সংগৃহীত
যুব বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছিলেন স্কুলপড়ুয়া কিউনা মাফাকা। সেখানে সবার নজর কেড়ে এবার জাতীয় দলে জায়গা করে নিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে তরুণ এই পেসারকে দলে ভিড়িয়েছে দক্ষিণ আফ্রিকা।
বুধবার (১৪ আগস্ট) এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। যেখানে মাফাকা ছাড়াও নতুন মুখ হিসেবে মিডল-অর্ডারে ব্যাতার জেসন স্মিথ দলে আছেন।
তবে হেইনরিখ ক্লাসেন, অ্যানরিখ নরকিয়া, ডেভিড মিলার ও তাবরাইজ শামসিকে দলে রাখা হয়নি। ক্যারিবীয় প্রিমিয়ার লিগে ব্যস্ত থাকবেন তারা। ট্রিস্টান স্টাবসেরও সিপিএলে খেলার কথা। এরপরও তাকে স্কোয়াডে রাখা হয়েছে।
এদিকে কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনকে বিশ্রাম দেওয়া হয়েছে। লুঙ্গি এনগিদির সঙ্গে নাদ্রে বার্গার, ওটনিয়েল বার্টম্যান ও লিজাড উইলিয়ামস বোলিং আক্রমণে থাকবেন।
আগামী ২৩ আগস্ট থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। সিরিজের বাকি দুই ম্যাচ ২৫ ও ২৭ আগস্ট গড়াবে।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড : এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টম্যান, নান্দ্রে বার্গার, ডোনোভান ফেরেইরা, বিয়ন ফোরটান, রিজা হেনড্রিক্স, প্যাট্রিক ক্রুগার, কিউনা মাফাকা, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, রায়ান রিকেলটন, জেসন স্মিথ, ট্রিস্টান স্টাবস, রাসি ফন ডার ডাসেন, লিজাড উইলিয়ামস।