×

খেলা

বাংলাদেশে অনিশ্চিত নারী বিশ্বকাপ, আগ্রহী নয় ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৩:১৩ পিএম

বাংলাদেশে অনিশ্চিত নারী বিশ্বকাপ, আগ্রহী নয় ভারত

ছবি: সংগৃহীত

   

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর দ্বাদশ জাতীয় সংসদও ভেঙে দেওয়া হয়। রাজনৈতিক পালাবদলের এই হাওয়া দেশের ক্রীড়াঙ্গনেও পড়েছে। 

দীর্ঘদিন ধরেই অনুপস্থিত ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবির সামনে বিক্ষোভও হয়েছে। এমন পরিস্থিতিতে আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন নিয়েও শঙ্কা জেগেছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও বাংলাদেশের পরিবর্তে বিকল্প ভেন্যুতে বিশ্বকাপ আয়োজনের কথা ভাবছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ এবার বিষয়টি নিশ্চিত করেছেন। তার দাবি, এরইমধ্যে আইসিসি ভারতের সঙ্গে যোগাযোগ করেছে। তবে সেই প্রস্তাব নাকচ করেছে বিসিসিআই। অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে রাজি নন তারা।

মূলত দুটি যুক্তিতে আইসিসির প্রস্তাবে সাড়া দেননি তারা। জয় শাহ’র ভাষ্যমতে, ‘বিসিসিআইয়ের কাছে তারা প্রস্তাব দিয়েছিল যদি ভারত বিশ্বকাপের আয়োজন করতে পারে। তবে আমি সরাসরি না করে দিয়েছি। আমরা তখনো বর্ষা মৌসুমে থাকতে পারি। আর পরের বছর আমরা নারী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক। আমি এই মনোভাব প্রকাশ করতে চাই না যে আমরা পরপর দুটো বিশ্বকাপের আয়োজক হতে চাই।’

এদিকে আইসিসির এমন প্রস্তাবে হুমকির মুখে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন। বাংলাদেশ থেকে বিশ্বমঞ্চের আয়োজন সরে যেতে পারে, জয় শাহ’র মন্তব্যের পর তা অনেকটাই নিশ্চিত হওয়া গেল। প্রাথমিক বিবেচনায় শ্রীলঙ্কা, ভারত এবং সংযুক্ত আরব আমিরাতকে বিকল্প হিসেবে বিবেচনায় রেখেছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি।

অন্যদিকে স্বাভাবিক নিরাপত্তা নিয়ে বিসিবির কর্তারাও শঙ্কার কথা জানিয়েছেন। নিরাপত্তা ইস্যুতে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের কাছে চিঠিও দিয়েছিল বিসিবি। আর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিশ্বকাপ আয়োজনের জন্য প্রয়োজনে জাতিসংঘ পর্যন্ত যাওয়ার কথাও বলেছেন।

আসিফ মাহমুদ বলেছিলেন, ‘কিছু দেশের ভ্রমণের নিষেধাজ্ঞা দেওয়া আছে। তাই আমরা জাতিসংঘের সঙ্গে আলাপ করবো। নিরাপত্তা এবং অবকাঠামো নিয়ে কিছু ইস্যু আছে। আর আমরা এটা নিয়ে প্রফেসর ইউনূসের সঙ্গে আলাপ করব। তিনি ক্রীড়াপ্রেমী মানুষ এবং আশা করি তিনি বিষয়টি সমাধান করতে সক্ষম হবেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App