×

খেলা

পাকিস্তানে যোগাযোগ বিচ্ছিন্ন টাইগাররা, উদ্বিগ্ন পরিবার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৯:০৪ পিএম

পাকিস্তানে যোগাযোগ বিচ্ছিন্ন টাইগাররা, উদ্বিগ্ন পরিবার

ছবি: সংগৃহীত

   

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গেল ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এবার পাকিস্তানও যেন একই কায়দা এগোচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল গোটা পাকিস্তান। যে কারণে দেশজুড়ে ইন্টারনেটও ঠিকমতো ব্যবহার করতে পারছেন না নেটিজেনরা।

কোথাও ইন্টারনেটে ধীরগতি, অনেক জায়গা আবার বন্ধ। সরবরাহকারীরা বলছেন, সরকারের কড়াকড়ি নজরদারিতে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে দেশটির শীর্ষ সাইবার নিয়ন্ত্রক সংস্থা-পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ) এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

এদিকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। একইভাবে বাংলাদেশ ‘এ’ দলও সেখানে অবস্থান করছে। তবে মোবাইল ইন্টারনেটসহ সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ থাকায় বিপাকে পড়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা।

দেশে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শরণাপন্ন হচ্ছেন সেখানে অবস্থানরত ক্রিকেটাররা। বিসিবিও সংশ্লিষ্ট কর্তাদের কাছে এই বিষয়ে জানতে চাচ্ছেন।

বিসিবির এক সূত্রের বরাতে দেশের অনলাইন-ভিত্তিক এক সংবাদমাধ্যম জানিয়েছে, বিসিবির সঙ্গে কয়েকজন ক্রিকেটারের পরিবার যোগাযোগ করেছে। বিসিবি জানিয়েছে, ক্রিকেটাররা নিরাপদে আছেন। স্থানীয় নম্বরে যোগাযোগের ব্যবস্থা করা হচ্ছে। অনেকে ভিপিএন দিয়েও চেষ্টা করছেন। তবে শঙ্কার কিছুই নেই।

উল্লেখ্য, আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। আর ৩০ আগস্ট করাচিতে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App