×

খেলা

গায়ানায় চোখ রাঙাচ্ছে প্রোটিয়ারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গায়ানায় চোখ রাঙাচ্ছে প্রোটিয়ারা

ছবি: সংগৃহীত

   

গায়ানা প্রভিডেন্স স্টেডিয়ামে প্রথম দিন ছিল বোলারদের রাজত্ব। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা অলআউট ১৬০ রানে। দ্বিতীয় দিনের প্রথম সেশনেই থেমে যায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানরা গুটিয়ে গেছে মাত্র ১৪৪ রানেই। গত শুক্রবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২২৩ রান করেছে দক্ষিণ আফ্রিকা। এতে দ্বিতীয় দিনের খেলা শেষে প্রোটিয়ারা এগিয়ে আছে ২৩৯ রানে। ত্রিনিদাদে দুই দলের প্রথম টেস্ট ড্র হয়েছিল।

দুই দলের সিরিজ নির্ধারণী গায়ানা টেস্ট হয়ে উঠেছে এক ইনিংসের লড়াই।

ক্যারিবীয়দের মাটিতে দক্ষিণ আফ্রিকার এই এগিয়ে যাওয়ার পথে মূলে এইডেন মার্করাম ও কাইল ভেরেইনের দুই ফিফটি। ওপেনিংয়ে নামা মার্করাম খেলেছেন ৫১ রানের ইনিংস। ছয় নম্বরে নামা ভেরেইনে অবশ্য এখনো অপরাজিত। ডানহাতি এ ব্যাটসম্যান তৃতীয় দিনে খেলতে নামবেন ৫০ রান নিয়ে। তার সঙ্গে আছেন ৩৪ রানে অপরাজিত উইয়ান মাল্ডার।

অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে ভেরেইনে-মাল্ডার তুলেছেন ৮৪ রান। এর আগে ইনিংসের শুরুতে প্রোটিয়াদের পঞ্চাশ ছাড়ানো জুটি উপহার দেন মার্করাম ও টনি ডি জর্জি। ৩৯ রান করা জর্জি আউট হওয়ার সময় দক্ষিণ আফ্রিকার রান ছিল ৭৯। মার্করাম তার টেস্ট ক্যারিয়ারের ১১তম ফিফটি পূর্ণ করে আউট হন দলের রান ১০০ পার হওয়ার পর।

দ্বিতীয় দিনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ আগের দিনের ৭ উইকেটে ৯৭ রানের সঙ্গে যোগ করে আরো ৪৭ রান। এর মধ্যে জেসন হোল্ডার ও শামার জোসেফের শেষ উইকেট জুটিতেই ওঠে ৪০ রান। জোসেফ ২৫ রান করে আউট হওয়ার সময় হোল্ডার অপরাজিত ছিলেন ৫৪ রানে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App