দারুণ জয়ে সেমিফাইনালে বাংলাদেশ এইচপি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-টোয়েন্টি লিগের দুর্দান্ত শুরুর পর টানা দুই ম্যাচ হেরে ছন্দ হারিয়েছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি)। তবে চতুর্থ ও ষষ্ঠ ম্যাচে জয় তুলে নিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পার্থ স্কর্চার্সকে তিন উইকেটে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে ইমন-আফিফরা।
শেষ ৩ ওভারে প্রয়োজন ৩৬ রান। হাতে ৪ উইকেট। উইকেটে ছিলেন শামীম হোসেন ও মাহফুজুর রহমান। ডারউইনে পার্থ স্কর্চার্সের ১৩০ রানের লক্ষ্য তখন অনেক বড়ই মনে হচ্ছিল। তবে মাহফুজুরের ১৩ বলে ৩২ রানের অপরাজিত ইনিংসে ৩ বল বাকি থাকতেই জয় পেয়েছে বিসিবি হাই পারফরম্যান্স দল (এইচপি)। এ জয়ে ৯ দলের টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিফাইনালে টিকেট নিশ্চিত করে এইচপি।
ফাইনালে ওঠার লড়াইয়ে আজ পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে খেলবে এইচপি। গতকাল ডারউইনে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১২৯ রান করে পার্থ স্কর্চার্স। ফিফটি হাঁকান ওপেনার তেগ উইলি। আবু হায়দার রনির বলে রাকিবুল হাসানের হাতে ক্যাচ হওয়ার আগে ৫৬ বলে ৫৬ রান করেন তিনি।
বেক্সাটার হল্ট করেন ২৬ বলে ৩৪ রান। তাকে বোল্ড করেন রিপন মণ্ডল। শেষ দিকে ১৩ বলে ১৭ রান করে পার্থ স্কর্চার্সের স্কোর ১২৯ রানে পৌঁছে দেন কিটন ক্রিটশেল। ২টি করে উইকেট নেন রিপন মণ্ডল ও রাকিবুল হাসান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই তানজিদ হাসান তামিমের (৫ বলে ১) উইকেট হারায় বাংলাদেশ। ৯ বল খেললেও কোনো রান করতে পারেননি পারভেজ হোসেন ইমন। ৫ বলে ২ রান করে উইকেট বিলিয়ে দেন আরিফুল ইসলাম। অর্থাৎ ১৫ রানে ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
এরপর দলের হাল ধরেন ওপেনার জিশান আলম ও অধিনায়ক আকবর আলী। ২৬ বলে ২৬ রানের মাথায় অপ্রত্যাশিত রানআউটের শিকার হন জিশান। আকবর আলী ফেরেন ৩৩ বলে ৩৫ রান করে। ১৭ বলে ১৬ রান করে দলকে সামনে এগিয়ে দেন শামীম হোসেন। জাদুকরী ব্যাটিং করে দল জেতানোয় বড় অবদান রাখেন মাহফুজুর রহমান। ১৩ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। দুই বাউন্ডারির সঙ্গে হাঁকান দুটি ছক্কা। এতে ৩ উইকেটের জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
সংক্ষিপ্ত স্কোর
পার্থ স্কর্চার্স : ২০ ওভারে ১২৯/৫ (ওয়াসলি ৫, ওয়ালি ৫৬, হল্ট ৩৪, ফ্যানিং ৪, কার্টিস ৫, ক্রিচেল ১৭*, রিপন ৪-০-১৯-২, আবু হায়দার ৪-০-৩০-১, রকিবুল ৪-০-২৭-২।
বাংলাদেশ এইচপি : ১৯.৩ ওভারে ১৩০/৭ (জিসান ২৬, তানজিদ ১, পারভেজ ০, আরিফুল ২, আকবর ৩৫, শামীম ১৬, আবু হায়দার ৭, মাহফুজুর ৩২*, রকিবুল ১*; রিচার্ডসন ৪-০-২২-২, কেলি ৪-০-৮-৩, জ্যাকসন ৩-০-১৭-০।
ফল : বাংলাদেশ এইচপি ৩ উইকেটে জয়ী।