এক ওভারে ৩৯ রান, সামোয়া ব্যাটারের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৪:২০ পিএম

ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এতদিন এক ওভারে সর্বোচ্চ ৩৬ রান ছিল। ২০০৭ বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৬টি ছক্কা হাঁকিয়েছিলেন ভারতের যুবরাজ সিং। এরপর থেকে তার দখলেই ছিল রেকর্ডটি। তবে এবার তা ভেঙে গেল।
এক ওভারে ৩৯ রান নিয়েছেন সামোয়ার উইকেটরক্ষক-ব্যাটার ড্যারিয়াস ভিসের। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ভানুয়াতুর বিপক্ষে এই বিশ্বরেকর্ড গড়েন তিনি।
এদিন পেসার নালিন নিপিকোর করা ওভারে ৬টি ছক্কা হাঁকান ভিসের। সেই সঙ্গে তিনটি নো বল করেন নিপিকো। ফলে এক ওভারে ৩৯ রান ওঠে। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে সর্বোচ্চ রানের নজির।
এদিন ৬২ বলে ১৩২ রান করেন ভিসের। সবমিলিয়ে ১৭৪ তোলে সামোয়া। অন্যদিকে ১৬৪ রানে থামে ভানুয়াতু। ফলে ১০ রানের জয় পায় সামোয়া।
ওপেনিংয়ে নেমে ৫২ বলে ৭৩ রান তুলেন ৩৯ রান হজম করা নিপিকো। তবে শেষপর্যন্ত ম্যাচ জেতাতে পারেননি তিনি।
যুবরাজের পর সাম্প্রতিক সময়ে এক ওভারে ৩৬ রান নেন কাইরন পোলার্ড (২০২১), নিকোলাস পুরান (২০২৪), দীপেন্দ্র সিং এইরি (২০২৪) এবং যৌথভাবে রোহিত শর্মা-রিংকু সিং (২০২৪)।