×

খেলা

অভিষেক ম্যাচে নিষ্প্রভ আলভারেজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অভিষেক ম্যাচে নিষ্প্রভ আলভারেজ

জুলিয়ান আলভারেজ

   

ম্যানচেস্টার সিটি ছেড়ে ১ হাজার ২২৩ কোটি টাকায় স্প্যানিশ লা লিগার ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন জুলিয়ান আলভারেজ। গতকাল রাতে অ্যাতলেটিকোর জার্সিতে লা লিগায় অভিষেক হয় তার। কিন্তু অভিষেকটা রাঙাতে পারেননি বিশ্বকাপ জয়ী এই স্ট্রাইকার। তার অভিষেক ম্যাচে অ্যাতলেটিকো পয়েন্ট হারিয়েছে ২-২ গোলে ড্র করে।

অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে অভিষেক ম্যাচে শেষ ১৫ মিনিটের জন্য মাঠে নেমেছিলেন। এই সময়টাতে মাঠে নিষ্প্রভ ছিলেন আলভারেজ। দলকে কাক্সিক্ষত জয়সূচক গোল এনে দিতে পারেননি। তাতে ভিয়ারিয়ালের বিপক্ষে এস্তাদিও দে লা সেরামিকায় ২-২ গোলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে অ্যাতলেটিকোকে।

এদিন ম্যাচের ১৮ মিনিটেই পিছিয়ে পড়ে অ্যাতলেটিকো মাদ্রিদ। এ সময় ভিয়ারিয়ালের আরনাউত দানজুমা গোল করে এগিয়ে নেন দলকে। অবশ্য ২০ মিনিটেই সমতা ফেরায় অ্যাতলেটিকো। এ সময় মার্কোস লরেন্তে গোল করেন। ৩৭ মিনিটে অ্যাতলেটিকোর কোকে আত্মঘাতী গোল করলে আবারো এগিয়ে যায় ভিয়ারিয়াল। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+৫ মি.) আলেক্সান্ডার সরলোথ গোল করে সমতা ফেরান। তাতে ২-২ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর অবশ্য উভয় দল চেষ্টা করেও আর কোনো গোলের দেখা পায়নি। তাতে লিগে নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উভয় দল।

অবশ্য হারের শঙ্কাও ছিল অ্যাতলেটিকোর সামনে। দুইবার পিছিয়ে পড়েও প্রতিপক্ষের মাঠ থেকে ১ পয়েন্ট নিয়ে ফেরা গেছে, তাতে দিয়েগো সিমিওনের সন্তুষ্ট হওয়ারই কথা। ম্যাচ শেষে অ্যাতলেটিকো কোচের কথাতে সন্তুষ্টিই প্রকাশ পেয়েছে, ‘আমার মনে হয় আমরা ভালো একটা ম্যাচ খেলেছি। কিছু ব্যক্তিগত ক্ষেত্রে উন্নতির জায়গা আছে, তবে দল হিসেবে আমরা প্রতিশ্রæতিবদ্ধ ছিলাম’।

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী খেলছেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের দল লেস্টার সিটির হয়ে। গত মৌসুমে দলটি ছিল প্রথম বিভাগে। হামজা চৌধুরীদের অসাধারণ বীরত্বে প্রিমিয়ারে উঠে আসে তারা। প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচেই অন্যতম শক্তিশালী দল টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হয় লেস্টার সিটি। যদিও এই ম্যাচে হামজা চৌধুরীকে মাঠে নামাননি কোচ স্টিভ কুপার। বসেছিলেন সাইডবেঞ্চে। তবে শক্তিশালী টটেনহ্যামকে রুখে দিয়েছে লেস্টার। ১-১ গোলে ড্র করেছে তারা।

২০১৫-১৬ মৌসুমেই এই দলটি চ্যাম্পিয়ন হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগে। তারকা স্ট্রাইকার জেমি ভার্ডি ছিলেন সেই জয়ের নায়ক। এবারো তিনি রয়েছেন লেস্টারের দলে এবং তার গোলেই প্রথম ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে প্রিমিয়ারে উঠে আসা দলটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App