×

খেলা

যাদের ভোটে বিসিবি সভাপতি হলেন ফারুক আহমেদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৭:১৬ পিএম

যাদের ভোটে বিসিবি সভাপতি হলেন ফারুক আহমেদ

ছবি: সংগৃহীত

   

সব জল্পনা-কল্পনা ছাপিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। জাতীয় দলে খেলা প্রথম ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে এই দায়িত্ব পেয়েছেন তিনি। বুধবার (২১ আগস্ট) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে বিসিবির পরিচালনা পর্ষদের সভা হয় । সেখানেই প্রায় একযুগ পর সভাপতির পদ থেকে পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন। এরপরই সভায় উপস্থিত বোর্ড পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন ফারুক।

এদিকে বোর্ড সভার জন্য ৯ পরিচালক দরকার হয়। গঠনতন্ত্রে ২৫ পরিচালকের মধ্যে অন্তত এক তৃতীয়াংশ পরিচালকের উপস্থিতির বিষয়টি উল্লেখ আছে। তবে রাজনৈতিক পটপরিবর্তনে বিসিবির অনেক পরিচালকই আত্মগোপনে চলে গেছেন। তাই কোরাম নিয়েই শঙ্কা ছিল।

এদিন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে পাপনের বোর্ড থেকে বোর্ড সভায় কেবল ৮ পরিচালক হাজির হয়েছিলেন। তবে নতুন দুই পরিচালক ফারুক আহমেদ এবং নাজমুল আবেদীন ফাহিমের কল্যাণে কোরাম পূর্ণ হয়।

সভায় ইসমাইল হায়দার মল্লিক, শফিউর রহমান নাদেল, নাইমুর রহমান দুর্জয়ের মতো অনেকেই ছিলেন না। তবে আকরাম খান, সাইফুল আলম স্বপন, ফাহিম সিনহা, খালেদ মাহমুদ সুজন, সালাউদ্দিন চৌধুরি, ইফতেখার আহমেদ মিঠু, কাজী ইনাম ও মাহবুব আনাম বোর্ড সভায় উপস্থিত হয়েছিলেন । 

অন্যদিকে দুদিন আগেই পরিচালকের পদ ছেড়ে দেন জালাল ইউনুস। তার স্থলেই বোর্ড পরিচালক হিসেবে চলে আসেন ফারুক আহমেদ। একই প্রক্রিয়ায় মনোনয়ন পাওয়া সাজ্জাদুল আলম ববিকে এনএসসি থেকে অব্যাহতি দেওয়া হয়। তারই স্থলে কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম যুক্ত হন। সব মিলিয়ে ১০ জন। তাদের ভোটেই নতুন সভাপতি হন ফারুক আহমেদ।

পাপন ছাড়াও ওবেদ নিজাম, তানভীর আহমেদ টিটু, আ জ ম নাছির উদ্দিন, গাজী গোলাম মোর্ত্তজা, শেখ সোহেল, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, নজীব আহমেদ, এনায়েত হোসেন সিরাজ, মঞ্জুর কাদের ও মঞ্জুরুল আলম সভায় অনুপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App