×

খেলা

পিন্ডিতে শরিফুলের স্বপ্নপূরণ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পিন্ডিতে শরিফুলের স্বপ্নপূরণ

ছবি: সংগৃহীত

   

মাঠে নামার আগেই নিজের স্বপ্নের কথা জানিয়েছিলেন দেশের অন্যতম বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। গতকাল রাওয়ালপিন্ডি টেস্টে নিজের দ্বিতীয় বলেই সে স্বপ্ন সত্যি করেন তিনি। শরিফুলের স্বপ্ন ছিল বাবর আজমের উইকেট। গতকাল নিজের দ্বিতীয় বলে বাবর আজমকে শূন্য হাতে ফিরিয়ে দেন দেশের এই বাঁহাতি পেসার। বাবর আজমকে ফেরানোর আগে শান মাসুদকে আউট করেন শরিফুল। পাঁচবারের মুখোমুখি লড়াইয়ে বাবরকে এই প্রথম ফেরালেন শরিফুল। আর ৫৪ টেস্টের ক্যারিয়ারে বাবর শূন্য রানে আউট হলেন এ নিয়ে নবমবার।

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সেখানে অবস্থান করছে এক সপ্তাহ আগে থেকেই। গত শুক্রবার রাওয়ালপিন্ডিতে অনুশীলনে শরিফুল সংবাদ সম্মেলনের মুখোমুখি হলে তাকে বড় চ্যালেঞ্জ নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল। বাঁহাতি এ পেসার তখন বলেছিলেন, ‘বাবর আজম কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। তাই দ্রুত তার উইকেট নিতে হবে। আমার স্বপ্নের উইকেট বাবর আজম। বাবর আজম ভাইয়ের উইকেট পেলে আমার খুব ভালো লাগবে। গত বছর তার সঙ্গে এলপিএল খেলেছি। মানুষ হিসেবেও তিনি খুব ভালো’।

বৃষ্টিস্নাত পিচে আগে বোলিং নিয়ে কতটা দূরদর্শীতার প্রমাণ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তা কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট করলেন বাংলাদেশের বোলাররা। গতকাল বৃষ্টিবিঘ্নিত রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংসের চতুর্থ ওভারেই আঘাত হেনেছেন টাইগার পেসার হাসান মাহমুদ। মাত্র ২ রান করে জাকির হাসানের দুর্দান্ত এক ক্যাচ হয়েছেন আবদুল্লাহ শফিক। ৩ রানে প্রথম উইকেট হারিয়েছে পাকিস্তান।

এরপর জোড়া শিকার তুলে নিয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। পাকিস্তান অধিনায়ককে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানিয়েছেন তিনি। ১১ বলে ৬ রান করতেই সাজঘরে পথ ধরেছেন শান মাসুদ। ইনিংসের অষ্টম ওভারে ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে বাবর আজমকে সাজঘরের পথ দেখালেন শরিফুল। ২ বল খেললেও কোনো রান করতে পারেননি পাকিস্তানি এ ব্যাটার। উইকেটরক্ষক লিটনের হাতে ধরা পড়েন তিনি।

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে গতকাল খেলা হয়েছে ৪৮ ওভার। বৃষ্টির কারণে মধ্যাহ্ন বিরতির আগে টস করা যায়নি। যে কারণে ওভার কমিয়ে আনা হয়েছে। তবে দিনের শেষ দিকে খেলার সময় আধাঘণ্টা বাড়ানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে আগেই বলা হয়েছিল, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টের দিনগুলোতে বৃষ্টি হতে পারে। সেটিই সত্য হলো। প্রথম দিন থেকেই শুরু হলো বৃষ্টি। গতকাল খেলা শুরু করা গেলেও আজ দ্বিতীয় দিনের খেলা নিয়ে রয়েছে শঙ্কা।

শরিফুল ইসলাম টেস্ট ক্যারিয়ারে ১৭ ইনিংসে ৩৩ দশমিক ৯০ এভারেজে ২২ উইকেট শিকার করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App