×

খেলা

আবারো রোনালদো-জর্জিনার বিচ্ছেদের গুঞ্জন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৯:৫৮ এএম

আবারো রোনালদো-জর্জিনার বিচ্ছেদের গুঞ্জন

ছবি: সংগৃহীত

   

পর্তুগিজ সুপারস্টার  ক্রিস্টিয়ানো রোনালদো ও তার বান্ধবী জর্জিনার বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। ২০১৬ সাল থেকে জর্জিনা এবং রোনালদো একসঙ্গে রয়েছেন। তাদের পরিবারে রয়েছে ৫ সন্তান। এদের মধ্যে সারোগেসির মাধ্যমে জন্ম হয় এভা এবং মাতেওর। অ্যালানা এবং বেলার জন্ম দেন জর্জিনা। তবে আট বছর একে অপরের সঙ্গে সম্পর্কে থাকলেও রোনালদো ও জর্জিনা একে অপরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হননি।

ভবিষ্যতে সম্পর্ক ভেঙে গেলে বান্ধবীকে খোরপোশ দেবেন রোনালদো, সম্প্রতি এমনই এক বিশেষ চুক্তির খবর ছড়িয়ে পড়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে। চুক্তি করে ফের সংবাদ মাধ্যমের শিরোনামে আসেন এই তারকা যুগল।

যদিও বিয়ে নিয়ে এর আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন জর্জিনা। বলেছিলেন, সামাজিকভাবে না হলেও ঈশ্বরের চোখে তারা বিবাহিত।

৫ সন্তান ও বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে সুখের সংসার তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর। ভবিষ্যতে বিচ্ছেদের পথে হাঁটলেও বান্ধবীর জীবন যাতে সুরক্ষিত থাকে তার আগাম ব্যবস্থা করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৫ বার ব্যালনডিঅর জেতা এই ফুটবল স্টারের বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় ৪১৮৯ কোটি টাকার।

চুক্তি অনুযায়ী প্রতি মাসে অন্তত ৯০ লক্ষ টাকা পাবেন জর্জিনা। এ ছাড়াও জর্জিনাকে দেয়া হবে মাদ্রিদে একটি বিলাসবহুল বাড়ি। জীবনের শেষ দিন পর্যন্ত এই সুবিধা পাবেন তিনি।

রোনালদোর বান্ধবী হিসাবে বর্তমানে বেশ আলোচিত জর্জিনা। এর বাইরেও তিনি একজন মডেল এবং নৃত্যশিল্পী হিসাবে নিজের পরিচিতি গড়ে তুলেছেন। ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা ৫ কোটির কাছাকাছি।

কিছু দিন আগে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তার তথ্যচিত্র ‘আই অ্যাম জর্জিনা’। এর পরে তার জনপ্রিয়তা আরো বেড়েছে।

জর্জিনা প্রথমে এক কন্যাসন্তানের জন্ম দেন। গত বছর যমজ সন্তানের জন্ম দিতে গিয়ে পুত্রসন্তানের মৃত্যু হয়। রোনালদো ও জর্জিনা মিলে ৫ ছেলেমেয়েকে বড় করছেন। চুক্তি অনুসারে রোনালদো ও জর্জিনার কোনো কারণে বিচ্ছেদ হলেও সন্তানদের সঙ্গে দেখা করতে পারবেন দু’জনই।

ক্রিস্টিয়ানো জুনিয়র, এভা মারিয়া, মাতেও রোনালদো, আলানা মার্টিনা এবং বেলা এসমেরাল্ডা, রোনালদো ও জর্জিনার সংসারের এরাই ৫ সন্তান। তবে রোনালদোর প্রথম সন্তানের মা জর্জিনা নন। সেই সন্তানের মায়ের পরিচয় কখনই প্রকাশ্যে আনেন নি রোনালদো।

২০১৫ সালে এক রুশ মডেলের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ক্রিস্টিয়ানো-জর্জিনার প্রেমের শুরু। শোনা যায়, রোনালদোকে প্রথম দেখেই মোহিত হয়ে গিয়েছিলেন জর্জিনা। ২০১৬ সালে এই যুগলের প্রেমকাহিনী প্রকাশ্যে আসে। ১৯৯৪ সালে আর্জেন্টিনার বুয়েনাস আইরেসে জন্ম জর্জিনার। জর্জিনার মা স্প্যানিশ এবং বাবা আর্জেন্টিনার নাগরিক। তাই জর্জিনার বেড়ে ওঠা স্প্যানিশ শহর জাকায়। পরে তিনি পরিবারের সঙ্গে ইংল্যান্ডের ব্রিস্টলে চলে যান।

অতীতে রেস্তোরাঁয় মহিলা পরিবেশক হিসাবে কাজ করতেন জর্জিনা। সদ্য মুক্তি পাওয়া তার তথ্যচিত্রে সিআরসেভেনের সঙ্গে প্রেমে আচ্ছন্ন থাকার ঘনিষ্ঠ মুহূর্তের কথাও ভাগ করে নিয়েছেন এই মডেল।

২০২৩ সালের জানুয়ারিতে সৌদি আরবের আল নাসের ক্লাবে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই সূত্রে সৌদি আরবে থাকতে শুরু করেছেন রোনালদো ও জর্জিনা।

সেখানে আংশিক নগ্ন পোশাক পরে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে ভাইরাল হয়েছেন জর্জিনা। এটি সৌদি নিয়মে একেবারেই নিষিদ্ধ। জর্জিনা স্পষ্টতই সেই নিয়মের তোয়াক্কা করেননি।

সৌদি আরবে সংসার পাতার পরেও ক্রিস্টিয়ানো রোনালদো এবং জর্জিনা রদ্রিগেসের সম্পর্কে বিচ্ছেদ নিয়ে জল্পনা চলছে। সমালোচকরা বলে থাকেন এই তারকা যুগলের সম্পর্কে ভাটা পড়েছে।

পর্তুগিজ তারকার ঘনিষ্ঠ মহলে কান পাতলে শোনা যায়, জর্জিনা ইদানীং নিজের প্রচারণা নিয়েই ব্যস্ত সময় পার করছেন। জনপ্রিয়তা বাড়তেই মাথা ঘুরে গিয়েছে তার, এমনটাই মনে করছেন সমালোচকরা।

সুখী পরিবারের ভান করলেও দু’জনের ভালবাসায় ফাটল ধরেছে জানিয়েছে একাধিক পর্তুগিজ সংবাদমাধ্যম। রোনালদো ও জর্জিনার বিচ্ছেদের গুঞ্জন বেশ কিছু দিন ধরেই ঘুরছে। তবে এর আগে বেশ কয়েক বার দু’জনেই সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন।

আরো পড়ুন: তিস্তা ইস্যু নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাবে সরকার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App