চ্যালেঞ্জ লিগে ইস্ট বেঙ্গলের গ্রুপে বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৩:১৪ পিএম

ছবি: সংগৃহীত
এএফসি চ্যালেঞ্জ লিগে 'এ' গ্রুপে পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এই গ্রুপে তাদের অন্য তিন প্রতিপক্ষ- ভারতের ইস্ট বেঙ্গল, লেবাননের নেজাম শাহ ও ভুটানের পারো এফসি।
চ্যালেঞ্জ লিগে পশ্চিম জোনে ১২টি দল তিনটি গ্রুপে আছে। সেখান থেকে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল পরবর্তী রাউন্ডে খেলবে। পরবর্তী পর্যায়ে খেলতে বসুন্ধরা কিংসকে অবশ্যই গ্রুপ চ্যাম্পিয়ন অথবা রানার্সআপ দল হতে হবে।
আগামী ২৬ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত গ্রুপ পর্বের খেলা গড়াবে। থিম্পুর চাংলিমিথাংয়ে ভুটানের পারো এফসির সঙ্গে কিংসের খেলা হবে। এর আগে, এএফসি কাপে খেলতে মালদ্বীপ-ভারতে গেলেও এবারই প্রথমবার ভুটানে যাবে বসুন্ধরা কিংস।