ভিলার সঙ্গে চুক্তি বাড়ালেন মার্টিনেজ

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ছবি: সংগৃহীত
আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের সময়টা বেশ ভালোই যাচ্ছে। এবার অ্যাস্টন ভিলার সঙ্গে নতুন করে দুই বছর চুক্তি বাড়িয়েছেন বিশ্বজয়ী গোলরক্ষক। চুক্তি অনুযায়ী ২০২৯ সাল পর্যন্ত প্রিমিয়ার লিগের ক্লাবটিতে থাকবেন এই তারকা।
মার্টিনেজের সঙ্গে ভিলার চুক্তি ছিল ২০২৭ সাল পর্যন্ত। কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করে জায়গা আরো পাকাপোক্ত করেছেন ৩১ বছর বয়সি মার্টিনেজ। নতুন চুক্তিতে ২০২৯ সাল পর্যন্ত দলটির সঙ্গে থাকবেন তিনি। ২০২০ সালে আর্সেনাল থেকে ১৭ মিলিয়ন ইউরোয় অ্যাস্টন ভিলায় যোগ দেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
এরপরের ইতিহাস তো সবারই জানা। একে একে জিতেছেন ৪টি মেজর ট্রফি। যেখানে রয়েছে ফুটবল বিশ্বকাপ, কোপা আমেরিকা ২টি ও ফিনালিসিমার মতো ট্রফি। প্রতিটি টুর্নামেন্টেই গোলবারের নিচে নিজের দক্ষতার প্রমাণ করে গেছেন। সেই সঙ্গে ক্লাব অ্যাস্টন ভিলাকে ৪২ বছর পর নিয়ে গেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত পর্বে।
এখন পর্যন্ত অ্যাস্টন ভিলার হয়ে ১৫০ ম্যাচ খেলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। প্রিমিয়ার লিগে গত মৌসুমে ৩৪ ম্যাচে ভিলার হয়ে ৯টি ক্লিন শিট দিয়েছিলেন মার্টিনেজ। এই মৌসুমে উনাই এমেরির দল চতুর্থ স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করে। ফলে ২০২৪-২০২৫ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়ে যায় তারা। প্রায় ৪০ বছর চ্যাম্পিয়ন্স লিগে খেলতে যাচ্ছে ভিলা।
সর্বশেষ কোপা আমেরিকায় আর্জেন্টিনার হয়ে ৬ ম্যাচের ৬টিতেই খেলেছেন মার্টিনেজ। এই আসরে কোপার ইতিহাসের সর্বোচ্চ ১৬ বারের মতো চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।
ক্লাব ও জাতীয় দল, দুটিতেই দুর্দান্ত খেলছেন মার্টিনেজ, যে কারণে তাকে সহজে ছাড়তে চাইবে না ভিলা। এর মধ্যে দীর্ঘমেয়াদি একটি চুক্তিও সেরে নিল তারা।
অন্যদিকে ম্যানচেস্টার সিটির জার্সিতে ২০২২-২৩ মৌসুমে ঐতিহাসিক ট্রেবল জেতার পর ক্লাব ছেড়েছিলেন ইলকায় গুন্দোয়ান। যোগ দিয়েছিলেন বার্সেলোনায়। কিন্তু নিজের স্বপ্নের ক্লাবে এক মৌসুমের বেশি থাকা হচ্ছে না এই জার্মান মিডফিল্ডারের। ক্লাবটির নতুন কোচ হ্যান্সি ফ্লিকের পরিকল্পনায় না থাকায় ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছিলেন এই ৩৩ বছর বয়সি। তাই ফিরে যাচ্ছেন নিজের পুরনো ঠিকানায়।
এক মৌসুমে পরেই ফের ম্যানচেস্টার সিটিতে ফিরছেন ইলকায় গুন্দোয়ান। জার্মান মিডফিল্ডারকে দলে ভেড়াতে সম্মত হয়েছে ম্যানচেস্টার সিটি। এমন খবরই দিয়েছে ইএসপিএন। ইত্তিহাদ স্টেডিয়ামে সাতটি দুর্দান্ত সফল মৌসুম কাটিয়ে এক মৌসুম আগে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন তিনি।
গত পরশু এই মিডফিল্ডার চুক্তির কাজ সারতে ম্যানচেস্টারে গিয়েছিলেন। এই সপ্তাহ শেষ হওয়ার আগে গুন্দোয়ানকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বলে ধারণা করা হচ্ছে। আগামীকাল ইপসুইচ টাউনের বিপক্ষে তার দ্বিতীয় অভিষেক হতে পারে।