×

খেলা

সাদমানের ফিফটি, প্রথম সেশন বাংলাদেশের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০২:৪১ পিএম

সাদমানের ফিফটি, প্রথম সেশন বাংলাদেশের

ছবি: সংগৃহীত

   

রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দিনের শুরুতেই রিজওয়ানের দুর্দান্ত এক ক্যাচে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার জাকির। এরপর দলপতি নাজমুল শান্তও দ্রুতই সাজঘরের পথ ধরেন। তবে আরেক ওপেনার সাদমান এবং অভিজ্ঞ মুমিনুলের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪৮ ওভারে ১৩৪ রান নিয়ে মধ্যাহবিরতিতে গেছে বাংলাদেশ।

তাদের ব্যাটে ভর করেই পাকিস্তানের গড়া রান-পাহাড়ের জবাব দিচ্ছে টাইগাররা। ১২৩ বলে ৫৩ রানে সাদমান এবং ৬৬ বলে ৪৫ রান করে অপরাজিত মুমিনুল। ৮১ রানের জুটি অবিচ্ছিন্ন দুজনের। প্রথম ইনিংসে এখন ৩১৪ রানে পিছিয়ে বাংলাদেশ।

শুক্রবার (২৩ আগস্ট) বিনা উইকেটে ২৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে লাল-সবুজেরা। আগের দিনের অপরাজিত দুই ব্যাটারের জুটিটা তখনো অত বড় হইয়নি। তবে দলীয় ৩১ রানের মাথায়ই থেমেছে ওপেনিং জুটি। ৫৮ বলে ১২ রানে সাজঘরে ফেরেন জাকির।

এরপর সাদমানের সঙ্গে যোগ দেন শান্ত। তবে অনেক সময় নিয়েও ক্রিজে থিতু হতে পারেননি টাইগার দলপতি। দলীয় ৫৩ রানের মাথায় ৪২ বলে মাত্র ১৬ রানের ইনিংস খেলে বিদায় নেন টপ-অর্ডার এই ব্যাটার।

শান্তর বিদায়ের পর সাদমানের সঙ্গে দলের হাল ধরেন মুমিনুল। কার্যকরী ব্যাটিংয়ে প্রতিরোধ গড়েন মুমিনুল-সাদমান। লাঞ্চের আগেই ফিফটির কাছাকাছি চলে গিয়েছিলেন তারা। এরপর লাঞ্চে যাওয়ার ঠিক আগের বলে বাউন্ডারি হাঁকিয়ে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নেন সাদমান। আরেকপ্রান্তে ৪৫ রান করে টিকে আছেন মুমিনুল। শেষমেশ ৪৮ ওভারে ২ উইকেটে ১৩৪ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে গিয়েছে লাল-সবুজেরা।

পাকিস্তানের হয়ে খুররাম শাহজাদ এবং নাসিম শাহ একটি করে উইকেট নেন।

এর আগে, দ্বিতীয় দিনে ৬ উইকেট হারিয়ে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। রিজওয়ান ২৩৯ বলে ১৭১ রানে এবং শাহিন শাহ আফ্রিদি ২৪ বলে ২৯ রানে অপরাজিত থাকেন। এ ছাড়া সৌদ শাকিল করেন ১৪১ রান।

লাল-সবুজের হয়ে বল হাতে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন হাসান ও শরিফুল। এ ছাড়া সাকিব এবং মেহেদীর শিকার একটি করে উইকেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App