×

খেলা

হত্যা মামলায় আসামি সাকিব, যা বললেন অভিনেত্রী মিথিলা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৪:৪৫ পিএম

হত্যা মামলায় আসামি সাকিব, যা বললেন অভিনেত্রী মিথিলা

ছবি: সংগৃহীত

   

জুলাই-আগস্টে দেশজুড়ে চলমান ছাত্র-জনতার আন্দোলনে নিশ্চুপ ছিলেন সাকিব আল হাসান। এ নিয়ে সাকিবের ভক্ত-সমর্থকরাও ক্ষোভ ঝাড়েন। এবার জানা গেল, গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলার আসামি দেশের ক্রিকেটের এই পোস্টারবয়।

বৃহস্পতিবার (২৩ আগস্ট) নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে ঢাকার আদাবর থানায় মামলাটি করেন। পুলিশ সূত্র জানায়, মামলায় মাগুরা–১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে ২৮ নম্বর আসামি করা হয়েছে।

সাকিব হত্যা মামলার আসামি, এমন সংবাদে রীতিমতো বিস্মিত মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। এ নিয়ে দুঃখও প্রকাশ করেন তিনি। এ খবরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন এই মডেল ও অভিনেত্রী।

মিথিলা লেখেন, ‘এ ধরনের অভিযোগের মাধ্যমে তারা বিশ্বাসযোগ্যতা হারাবে এবং অবশ্যই জনগণের কাছে আমাদের ন্যায়বিচারের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলবে। এ ধরনের গ্রেপ্তার দিয়ে কী বোঝানো হচ্ছে? শাহ আলমের মতো বড় অপরাধীরা এখনও মুক্ত। সাকিব যা–ই করুক না কেন, সে খুনি নয়। তার এত বড় অর্জনের কথা ভুলে যান কী করে? বিশ্বের কাছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে চলেছেন তিনি। আমরা যদি আমাদের মেধাবীদের মূল্যায়ন না করি, তবে তা আমাদের জন্য দুঃখজনক। সাকিবের জন্য সত্যিই আমার খারাপ লাগছে।’

উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই বাংলাদেশে মিথিলা নামটি চর্চায়। বলিউডের একটি সিনেমায় অভিনয়ও করেছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’–এর এই মুকুটজয়ী। এ ছাড়া যুক্তরাষ্ট্রে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ৬৯তম আসরে দেশের প্রতিনিধিত্ব করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App