×

খেলা

বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান মাশরাফী-শান্তদের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৬:০০ পিএম

বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান মাশরাফী-শান্তদের

ছবি: সংগৃহীত

   

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে নিশ্চুপ ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। এতে তাকে নিয়ে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছিল। একসময়ে তাকে তারকা বানানো ভক্ত-সমর্থকরাই তাকে শূলে চড়িয়েছিল। 

এবার আর চুপ থাকলেন না নড়াইল এক্সপ্রেস। দেশে চলমান বন্যা পরিস্থিতিতে আওয়াজ তুলেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ম্যাশ।

বন্যার পানিতে ডুবে যাওয়া একটি এলাকার ছবি পোস্ট করে সাবেক এই অধিনায়ক লেখেন, ‘ভয়াবহ বন্যায় আক্রান্ত ফেনী, নোয়াখালী, কুমিল্লা, পার্বত্য চট্টগ্রামের বেশ কিছু অঞ্চলসহ গোটা দেশ। মানবেতর জীবন পার করছে, লাখো মানুষ। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, এই বিপদ থেকে আমরা যেন দ্রুত পরিত্রাণ পাই।’ 

এদিকে শুধু মাশরাফীই না, নিজ নিজ জায়গা থেকে আরো অনেক ক্রিকেটারই আওয়াজ তুলেছেন। নিজের ফেসবুক পেজে জাতীয় দলের তিন ফরম্যাটের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ভাষ্য, ‘ভয়াবহ বন্যার কবলে ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ দেশের কয়েকটি জেলার মানুষ। তাদের আর্তনাদ আমাকে ব্যথিত করেছে। বন্যাকবলিত মানুষদের উদ্ধার করতে স্পীডবোট, ট্রলার বা ইঞ্জিন চালিত নৌকার প্রয়োজন। যতটুকু খবর পেয়েছি সেনাবাহিনী, নৌবাহিনীর সঙ্গে কাজ করছেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। আমি দেশের বাইরে থাকলেও, চেষ্টা করছি বন্যার কবলে পড়া মানুষদের পাশে থাকার।’

অন্যদিকে উইকেটকিপার ব্যাটার লিটন দাসও বাদ যাননি। তিনিও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এই ওপেনারের আহ্বান, ‘এই মুহূর্তে খেলার কারণে পাকিস্তানে আছি, তবে মন পড়ে আছে বাংলাদেশে। দেশের বেশ কয়েকটি জেলা বন্যাকবলিত হয়েছে। দেশের এই কঠিন সময়ে সবার সহযোগিতা কাম্য। আমি আমার মত করে চেষ্টা করছি। আপনাদের সবাইকে সামর্থ্য থাকলে বন্যাকবলিত মানুষের উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে অংশ নিতে আহ্বান জানাচ্ছি। দেশ গড়ার সময়ে দেশের মানুষের পাশে দাঁড়ানোর এখনই সময়।’

জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও মানুষের পাশে দাঁড়িয়েছেন। এক পোস্টে মিরাজ লেখেন, ‘দেশের চলমান বন্যা পরিস্থিতিতে পানির সঙ্গে তলিয়ে যাচ্ছে লাখো পরিবারের সব সঞ্চয়, স্বপ্ন! আসুন, নিজ নিজ অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীদের পাশে দাঁড়াই, সাহায্য করি ঘুরে দাঁড়াতে। সবাই মিলিত প্রচেষ্টায় সম্ভব এই ক্ষতি কাটিয়ে উঠা। আল্লাহ আপনি সব ক্ষতিগ্রস্তদের ধৈর্য ধারণ করা ও দ্রুত ক্ষতি কাটিয়ে ওঠার তৌফিক দান করুন। আমাদের সবাইকে বিপদ থেকে রক্ষা করুন। আমিন।’

টাইমলাইন: ভারতের ঢলে বন্যা পরিস্থিতির অবনতি

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App