‘ছোট মেসিকে’ নিয়ে দল ঘোষণা ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০১:২৯ পিএম

ছবি: সংগৃহীত
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে আগামী সেপ্টেম্বরে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল। এই দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ জুনিয়র দরিভাল।
সেলেসাওদের এই দলে সবচেয়ে বড় চমক এস্তেভো উইলিয়ান। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ১৭ বছর বয়সী এই ফুটবলার। অভিষেকের অপেক্ষায় থাকা এই ফুটবলারকে অনেকেই নেইমারের সঙ্গে তুলনা করেন। অসাধারণ ড্রিবলিংয়ের সহজাত সামর্থ্য আর খেলার গতিপ্রকৃতির কারণে অনেকে আবার তাকে ডাকেন ‘মেসিনিও’ বলে, যেটার বাংলা করলে দাঁড়ায় ‘ছোট মেসি’।
ফ্ল্যামেঙ্গোর শীর্ষ গোলদাতা পেদ্রোও দলে ডাক পেয়েছেন। এ ছাড়া ম্যানচেস্টার সিটির গোলকিপার এদেরসন দলে ফিরেছেন। চোটের কারণে কোপা আমেরিকায় খেলতে পারেননি তিনি।
৬ সেপ্টেম্বর কুরিতিবায় ইকুয়েডরের বিপক্ষে এবং চারদিন পর আসুনসিওনে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে সেলেসাওরা। দুটি ম্যাচই ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ। কেননা, ৬ ম্যাচে ২ জয় নিয়ে ৭ পয়েন্টে তালিকার ষষ্ঠ স্থানে তারা। পরের বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ৬টি দল সরাসরি খেলবে। এ ছাড়া সপ্তম স্থানে থাকা দলটি আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলে বিশ্বকাপের মূলপর্বে যাবে।
ব্রাজিল দল
গোলকিপার: আলিসন (লিভারপুল, বেন্তো (আল নাসর), এদেরসন (ম্যান সিটি)।
রক্ষণভাগ: দানিলো (জুভেন্টাস), ইয়ান কুতো (বরুসিয়া), গিলের্মো আরানা (আতলেতিকো মিনেইরো), ওয়েন্ডেল (পোর্তো), বেরালদো (পিএসজি), এদের মিলিতাও (রিয়াল), গাব্রিয়েল মাগলায়েস (আর্সেনাল), মার্কিনিওস (পিএসজি)।
মিডফিল্ডার: আন্দ্রে (ফ্লুমিনেন্স), ব্রুনো গিমারেস (নিউক্যাসল), গারসন (ফ্ল্যামেঙ্গো), জোয়াও গোমেস (উলভস), লুকাস পাকেতা (ওয়েস্ট হাম)।
ফরোয়ার্ড: রদ্রিগো (রিয়াল), এনদ্রিক (রিয়াল), এস্তেভাও উইলিয়ান (পালমেইরাস), লুইস হেনরিক (বোটাফোগো), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), সাভিনিও (ম্যান সিটি), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল)।