×

খেলা

প্যারালিম্পিকে দল ছোট করলেন ক্রীড়া উপদেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্যারালিম্পিকে দল ছোট করলেন ক্রীড়া উপদেষ্টা

ছবি: সংগৃহীত

   

আগামী ২৮ আগস্ট ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্যারালিম্পিকের এবারের আসর। আসরকে সামনে রেখে বাংলাদেশ থেকে একটি দল যাওয়ার কথা ছিল প্যারিসে। ১৩ সদস্যের এ দলে ক্রীড়াবিদ ছিলেন মাত্র ২ জন। বাকি সবাই যেতে চেয়েছিলেন কর্মকর্তা পরিচয়ে। বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন সংবাদ প্রচারের পর আলোচনায় আসে এই সফর। অবশেষে তাতে হস্তক্ষেপ করেন ক্রীড়া উপদেষ্টা। সেই সফরের দল ছোট করে ৭ জনে নামিয়ে এনেছেন তিনি।

প্যারিসে ২৮ আগস্ট থেকে শুরু হতে যাওয়া প্যারালিম্পিকে বাংলাদেশ থেকে অংশ নেবেন দুই প্যারা আরচার। কিন্তু দুই খেলোয়াড়ের সঙ্গে কর্মকর্তা ও তাদের পরিবার মিলিয়ে ১৩ জনের সরকারি আদেশ (জিও) নিয়ে সমালোচনার ঢেউ ওঠে দেশের ক্রীড়াঙ্গনে। কর্মকর্তা ও তাদের স্ত্রী নিয়ে এই প্রমোদসফর নিয়ে দ্রুত ব্যবস্থা নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

আগের জিওর তালিকা অনুযায়ী, দুই ক্রীড়াবিদ আল-আমিন হোসেন ও ঝুমা আক্তার খেলবেন আরচারি ইভেন্টে। কোচ হিসেবে যাচ্ছেন নিশীথ দাস ও চিকিৎসক মনিরুল ইসলাম। বাকিদের যাওয়ার কথা ছিল কর্মকর্তা পরিচয়ে। তাদের মধ্যে আছেন কমিটির মহাসচিব মাকসুদুর রহমান, দলনেতা হিসেবে যাচ্ছেন উপমহাসচিব ফখরুদ্দিন হায়দার, সঙ্গে যাচ্ছেন তার স্ত্রীও। অবশ্য জিওতে উল্লেখ আছে তার স্ত্রী যাচ্ছেন নিজ খরচে।

প্যারালিম্পিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক ভাইস চ্যান্সেলর শেখ আবদুস সালামও যাচ্ছেন সস্ত্রীক। জিওতে তার স্ত্রীও নিজ খরচে যাচ্ছেন বলে উল্লেখ আছে। এছাড়া জিও করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সানাউল হক, জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম, প্যারা আরচারির সাধারণ সম্পাদক ফয়সাল আহসান উল্লাহর নামে। সফরে দুই ক্রীড়াবিদ, কোচ, চিকিৎসক ও দলনেতার ব্যয়ভার আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি বহন করলেও বাকিরা যাচ্ছেন বাংলাদেশ প্যারালিম্পিক কমিটির খরচে।

আগের পুরনো আদেশ পাল্টে নতুন সরকারি আদেশ বা জিও দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২৮ আগস্ট প্যারিসে শুরু হতে যাওয়া প্যারালিম্পিক গেমসে দল পাঠাচ্ছে বাংলাদেশ। দলের সঙ্গে বহর সংশ্লিষ্ট বিভিন্ন মাধ্যমে প্রচারিত অভিযোগ আমলে নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গত ১৮ জুলাইয়ের জিও বাতিল করে ১৩ জনের জায়গায় ৭ জনের জিও মঞ্জুর করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।’

নতুন আদেশে দুই খেলোয়াড়ের সঙ্গে কোচ-চিকিৎসকসহ পাঁচ কর্মকর্তাকে প্যারিসে যাওয়ার অনুমতি দিয়েছে মন্ত্রণালয়। বাতিল হয়েছে জাতীয় প্যারালিম্পিক কমিটির বিতর্কিত সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ও তার স্ত্রীর জিও। দলনেতা ফখরুদ্দিন হায়দারের আদেশ বহাল থাকলেও প্রত্যাহার করা হয়েছে তার স্ত্রীর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App