মধ্যাহ্নভোজের বিরতির আগেই এলোমেলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০১:০৯ পিএম

ছবি: সংগৃহীত
রাওয়ালপিন্ডি টেস্টে পঞ্চম ও শেষ দিনের প্রথম সেশনটা বেশ ভালো কেটেছে বাংলাদেশের। সাকিবের জোড়া শিকারের পাশাপাশি এই সেশনে পাকিস্তানের ৫ ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছে লাল-সবুজেরা। এতে পিন্ডিতে প্রথম টেস্ট জয়ের স্বপ্ন নিয়ে মধ্যাহ্নবিরতিতে গিয়েছে বাংলাদেশ।
রবিবার (২৫ আগস্ট) ৯৪ রানে পিছিয়ে থেকে পঞ্চম দিনের খেলা শুরু করে পাকিস্তান। শেষদিনে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় স্বাগতিক দল। পাক অধিনায়ক শান মাসুদকে লিটনের মুঠোবন্দি করেন হাসান মাহমুদ।
ব্যাটের কানা ছুঁয়ে লিটনের গ্লাভসে জমা পড়ে বল। জোরালো আবেদনে সাড়া না পেয়ে রিভিউ নেন দলপতি শান্ত। আল্ট্রাএজে দেখা যায়, ব্যাটের কানা ছুঁয়েছে বল।
পরের ওভারে শরীফুলের বলে বাবর আজমের সহজ ক্যাচ ছেড়ে দেন লিটন। প্রথম ইনিংসের পর এবারও শূন্যরানে ফিরতে পারতেন বাবর। তবে জীবন পেয়েও বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি সাবেক এই অধিনায়ক। নাহিদ রানার বলে বোল্ড হয়ে ৫০ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন বাবর।
এরপর শূন্যরানে সাউদ শাকিলকে ফেরান সাকিব। প্রথম ইনিংসে ১৪১ রানের ইনিংস খেলেছিলেন এই ব্যাটার। তবে এবার দলের ত্রাতা হতে পারেননি। সাকিবের দুর্দান্ত এক ডেলিভারিতে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন তিনি।
মূলত মধ্যাহ্নভোজের বিরতির আগেই ধস নামে দ্য গ্রিন ম্যান শিবিরে। সাকিবকে হুট করে বড় শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দেন ওপেনার শফিক।
সাকিবের জোড়া শিকারের পর মিরাজও উইকেট মিছিলে যোগ দেন। তার বলে স্লিপে আগা সালমানকে দুর্দান্ত ক্যাচ নেন সাদমান। এতে ১০৫ রানে ৬ উইকেট হারিয়ে এলোমেলো স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ।
শেষমেশ ৬ উইকেট হারিয়ে ১০৮ রান নিয়ে লাঞ্চ-বিরতিতে গেছে স্বাগতিক দল । বাংলাদেশের চেয়ে এখনো ৯ রানে পিছিয়ে তারা। রিজওয়ান ২২ এবং শাহিন শাহ আফ্রিদি ১ রানে ক্রিজে আছেন।
এর আগে, প্রথম ইনিংসে পাকিস্তানের ৪৪৮ রানের জবাবে মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরিতে ৫৬৫ রানে থামে বাংলাদেশ। ফলে প্রথম ইনিংস থেকে ১১৭ রানের লিড নেয় টাইগাররা।