ঘাম ঝরানো জয় বার্সার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৫:০৭ পিএম

ছবি: সংগৃহীত
জয় দিয়েই চলতি মৌসুম শুরু করেছিল বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার মাঠে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিয়েছিল তারা। এবার ঘরের মাঠে বেশ ভুগতে হলো কাতালানদের। শনিবার (২৪ আগস্ট) রাতে অ্যাথলেটিক বিলবাওকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা।
ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণভাগ ব্যস্ত রাখেন বার্সার ফরোয়ার্ডরা। একের পর এক আক্রমণে সামলে রীতিমতো অস্বস্তিতে পড়ে সফরকারীরা। ম্যাচের ২০তম মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন রাফিনহা। তবে ৪ মিনিট ব্যবধানে লিড নেয় কাতালানরা।
চমৎকার এক ডিফ্লেকটেড শটে বার্সাকে এগিয়ে দিয়েছিলেন লামিন ইয়ামাল। তবে প্রথমার্ধের শেষদিকে পেনাল্টি থেকে গোল করে বিলবাওকে সমতায় ফেরান ওইয়ান সানচেত। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় বিরতিতে যায় দল দুটি।
বিরতি থেকে ফিরে এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করেন লেভানডস্কি। পোস্টে লেগে ফিরে আসে বল।
এরপর ম্যাচের ৬৪তম মিনিটে লেভানডস্কির শট দারুণ সেভ করে দলকে বাঁচিয়ে দেন অ্যাটলেটিক কিপার। কিন্তু ৭৫তম মিনিটে কাতালান জায়ান্টদের হয়ে শেষপর্যন্ত জয়সূচক গোলটি করেন লেভাই।
এই জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে বার্সা। সমান ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে সেল্টা ভিগো।