ম্যাচসেরার অর্থ বন্যার্তদের জন্য দিলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৫:২০ পিএম

ছবি: সংগৃহীত
রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়ে জয় পেয়েছে বাংলাদেশ। দ্য গ্রিন ম্যানদের ১০ উইকেটে হারিয়েছে টাইগাররা। পঞ্চম ও শেষদিনে বোলারদের দাপুটে পারফরম্যান্সে জয় এলেও প্রাথমিক পর্যায়ে মুশফিকুর রহিমই শক্ত ভিত গড়েছিলেন।
প্রথম ইনিংসে ১৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন উইকেটকিপার এই ব্যাটার। আর পুরস্কার হিসেবে প্রাপ্ত অর্থ ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দান করেছেন মিস্টার ডিপেন্ডেবল।
পুরস্কার বিতরণীতে মুশফিক বলেন, ‘এখন পর্যন্ত আমার সেরা জয়ের একটি। কারণ, প্রতিপক্ষের মাটিতে আমরা ভালো করছিলাম না। সবাই পাকিস্তানে খুব ভালো প্রস্তুতি নিয়েছে, দেশেও ভালো প্রস্তুতি নিয়েছে। সিরিজের আগে আড়াই মাসের একটা ফাঁকা সময় ছিল।’
নিজের সিদ্ধান্ত জানিয়ে মুশি যোগ করেন, ‘আমি সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করি। দেশের হয়ে ভালো খেলাটা আমাকে অনুপ্রেরণা দেয়। আমি একটা ঘোষণা দিতে চাই। আমি আমার পুরস্কারের অর্থ বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দান করতে চাই।’
উল্লেখ্য, প্রথম ইনিংসে পাকিস্তানের ৪৪৮ রানের জবাবে মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরিতে ৫৬৫ রানে থামে বাংলাদেশ। ফলে প্রথম ইনিংস থেকে ১১৭ রানের লিড নেয় টাইগাররা। এরপর দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানেই গুটিয়ে যায় দ্য গ্রিন ম্যানরা। মাত্র ৩০ রানের লক্ষ্য পেয়ে সহজেই ম্যাচ বের করে আনেন টাইগার দুই ওপেনার। এতে ১০ উইকেটে জয় পায় বাংলাদেশ।