বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা পিসিবির

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৬:১৭ পিএম

ছবি: সংগৃহীত
বাংলাদেশ 'এ' এবং পাকিস্তান শাহীনসের মধ্যকার চারদিনের সিরিজটি সমতায় শেষ হয়েছিল। এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামছে দল দুটি। আগামী সোমবার (২৬ আগস্ট) গড়াবে এই সিরিজের প্রথম ম্যাচ। এ ছাড়া ৫০ ওভারের এই সিরিজের বাকি ম্যাচ দুটি হবে ২৮ ও ৩০ আগস্ট। এই সিরিজকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এই সিরিজে দলের নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ হারিস। হারিসের নেতৃত্বাধীন এই দলে ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা ১২ ক্রিকেটারই রয়েছেন। সদ্য সমাপ্ত লাল বলের সিরিজের ক্রিকেটাররাও এই দলে আছেন।
হারিস ছাড়াও দলের অন্য সদস্যরা হলেন- আব্দুল ফাসিহ, আরাফাত মিনহাজ, আজান আওয়াইস, ফয়সাল আকরাম, হাসিবউল্লাহ, জাহানদাদ খান, মেহরান মুমতাজ, আব্বাস আফ্রিদি, ইরফান খান, মোহাম্মদ ইমরান জুনিয়র, মুবাসিদ খান, ওমাইর বিন ইউসুফ ও উসমান খান।
বাংলাদেশ 'এ' দলের স্কোয়াড: তাওহীদ হৃদয় (অধিনায়ক), এনামুল হক বিজয়, হাসান মুরাদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), মোহাম্মদ নাইম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত, রেজাউর রহমান রাজা, রিশাদ হোসেন, রুয়েল মিয়া, সাইফ হাসান, সৌম্য সরকার ও তানজিম হাসান সাকিব।
পাকিস্তান শাহীনস স্কোয়াড: মোহাম্মদ হারিস (অধিনায়ক, উইকেটরক্ষক), আব্দুল ফাসিহ, আরাফাত মিনহাস, আজান আওয়াইস, ফয়সাল আকরাম, হাসিবুল্লাহ (উইকেটরক্ষক), জাহানদাদ খান, মেহরান মুমতাজ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ইরফান খান, মোহাম্মদ ইমরান জুনিয়র, মুবাসির খান, ওমেইর বিন ইউসুফ, উসমান খান।