এবার পুরস্কারের অর্থ বন্যার্তদের দিলেন লিটন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৬:৫৭ পিএম

ছবি: সংগৃহীত
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর ম্যাচসেরার পুরস্কার হিসেবে প্রাপ্ত অর্থ বন্যার্তদের সহায়তায় দান করেন মুশফিকুর রহিম। এর আগে, মিস্টার ডিপেন্ডেবলের পথেই হেঁটেছেন লিটন কুমার দাস। এনার্জেটিক প্লেয়ারের পুরস্কার জয়ের প্রাইজমানি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দেওয়ার ঘোষণা দেন উইকেটকিপার এই ব্যাটার।
ম্যাচের প্রথম ইনিংসে হাফ-সেঞ্চুরির পাশাপাশি উইকেটের পেছনেও দুর্দান্ত ছিলেন লিটন। ৪ ক্যাচ ও দুই স্ট্যাম্পিংয়ে দলের জয়ে অবদান রাখেন তিনি। এতে এনার্জেটিক ব্যাটারের পুরস্কারও নিজের করে নেন তিনি।
পুরস্কার হাতে লিটনের ভাষ্য, ‘পাকিস্তানকে প্রথমবার টেস্ট ম্যাচে হারিয়েছি, সেখানে অবদান রাখতে পেরে আনন্দিত ও গর্বিত। দেশে বন্যা পরিস্থিতির কারণে এই জয়টাও ঠিকমত উপভোগ করতে পারছি না, মনটা পড়ে আছে দেশে।’
তিনি যোগ করেন, ‘আমি এই ম্যাচে এনার্জেটিক প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার হিসেবে প্রাপ্ত অর্থ বন্যার্তদের জন্য দেওয়ার ঘোষণা দিচ্ছি। যারা দেশে আছেন, তারা সবাই সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। যত বিপদ, তত ঐক্য। বাংলাদেশ হারবে না।’
উল্লেখ্য, প্রথম ইনিংসে পাকিস্তানের ৪৪৮ রানের জবাবে মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরিতে ৫৬৫ রানে থামে বাংলাদেশ। ফলে প্রথম ইনিংস থেকে ১১৭ রানের লিড নেয় টাইগাররা। এরপর দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানেই গুটিয়ে যায় দ্য গ্রিন ম্যানরা। মাত্র ৩০ রানের লক্ষ্য পেয়ে সহজেই ম্যাচ বের করে আনেন টাইগার দুই ওপেনার জাকির ও সাদমান। এতে ১০ উইকেটে জয় পায় বাংলাদেশ।