×

খেলা

হারের পর পাকিস্তানকে ধুয়ে দিলেন আফ্রিদি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ১১:৪৩ এএম

হারের পর পাকিস্তানকে ধুয়ে দিলেন আফ্রিদি

ছবি: সংগৃহীত

   

পাকিস্তানের সঙ্গে টেস্টে আগের ১৩ বারের দেখায় ১২ বারই হেরেছিল বাংলাদেশ। এবার ১৪তম দেখায় অধরা সেই জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। সেটাও দ্য গ্রিন ম্যানদের মাটিতেই।

রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ। দেশের বাইরে সপ্তম এবং সব মিলিয়ে এটি বাংলাদেশের ২০তম জয়।

তবে পাকিস্তানের এমন হার কোনোভাবেই মানতে পারছেন না সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। ঐতিহাসিক হারের পর দ্য গ্রিন ম্যানদের স্রেফ ধুয়ে দিয়েছেন এই অলরাউন্ডার। একইসঙ্গে বাংলাদেশকেও কৃতিত্ব দিয়েছেন তিনি।

পিন্ডিতে প্রথম ইনিংসে পাকিস্তানের ৪৪৮ রানের জবাবে মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরিতে ৫৬৫ রানে থামে বাংলাদেশ। লিড পায় ১১৭ রানের। এরপর দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানেই গুটিয়ে যায় দ্য গ্রিন ম্যানরা। মাত্র ৩০ রানের লক্ষ্য পেয়ে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে নোঙ্গর করে বাংলাদেশ।

সিরিজের প্রথম টেস্টে চার পেসার নিয়ে পাকিস্তানের একাদশ সাজানো হয়েছিল। কোনো বিশেষজ্ঞ স্পিনার ছিল না। এ নিয়ে অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের সমালোচনা করেন আফ্রিদি। তার দাবি, কন্ডিশন সম্পর্কে ধারণাই ছিল না পাকিস্তানের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শহীদ আফ্রিদি লেখেন, ১০ উইকেটের হার এই ধরনের পিচ প্রস্তুত করার সিদ্ধান্ত, চারজন ফাস্ট বোলার খেলানো এবং বিশেষজ্ঞ স্পিনার না রাখা নিয়ে প্রশ্ন তুলে দেয়। হোম কন্ডিশন সম্পর্কে সচেতনতার অভাব পরিষ্কার দেখতে পাচ্ছি আমি। একইসঙ্গে, টেস্টজুড়ে যে ব্র্যান্ডের ক্রিকেট বাংলাদেশ খেলেছে, সেটার কৃতিত্ব তাদের দিতেই হবে।

উল্লেখ্য, সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগামী ৩০ আগস্ট মুখোমুখি হবে দল দুটি। রাওয়ালপিন্ডিতেই হবে সেই টেস্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App