×

খেলা

স্কলারশিপ নিয়ে চীনে যাচ্ছেন বিকেএসপির দুই প্রশিক্ষণার্থী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০১:০৯ পিএম

স্কলারশিপ নিয়ে চীনে যাচ্ছেন বিকেএসপির দুই প্রশিক্ষণার্থী

ছবি: সংগৃহীত

   

গেল ১৫ মে চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রাথমিক পর্যায়ে একটি সমঝোতা চুক্তি করেছিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

এই চুক্তির শুভেচ্ছা স্মারক হিসেবে চলতি বছরে বিকেএসপির ফুটবল বিভাগের কুরশিয়া জান্নাত এবং বক্সিং বিভাগের আহম্মেদ ফয়সাল চঞ্চলকে বিশেষ স্কলারশিপ প্রদান করে ইউনান মিনজু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

আগামী ৩০ আগস্ট চীনের উদ্দেশ্যে রওনা হবেন স্কলারশিপপ্রাপ্ত বিকেএসপির ২ জন প্রশিক্ষণার্থী।

রবিবার (২৫ আগস্ট) মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) কর্নেল মো. মিজানুর রহমান বিকেএসপির হলরুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, চীনা বিশ্ববিদ্যালয় ইউনান মিনজু থেকে বিশেষ স্কলারশিপ পেয়েছে বিকেএসপির ২ শিক্ষার্থী। ফুটবল বিভাগ থেকে কুরশিয়া জান্নাত এবং বক্সিং বিভাগ থেকে আহম্মেদ ফয়সাল চঞ্চল।

মিজানুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক র‍্যাংকিংয়ের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে। সুতরাং শিক্ষার মান খারাপ হওয়ার সুযোগ কম। শিক্ষার্থীদের স্কলারশিপের মাধ্যমে বিদেশে পাঠাতে যথেষ্ট স্বচ্ছতা অবলম্বন করা হয়।

তিনি আরও বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে তালিকা প্রণয়ন করে সেখান থেকে বাছাই করেই কেবল স্কলারশিপের জন্য নির্বাচন করা হয়। আমরা এখন দুজন শিক্ষার্থী দিয়ে চালু করেছি। আমাদের যে চুক্তি হয়েছে সে চুক্তির মাধ্যমে তারা ক্রিকেটটাও ওখানে চালু করবে। ওরা আমাদের এখানে একটা মার্শাল আর্ট সেন্টার খুলবে আর আমরা ওদের এখানে ক্রিকেট। ওখানকার ক্রিকেট আমাদের মাধ্যমে ওখানে চলবে আর এখানকার মার্শাল আর্ট তাদের মাধ্যমে এখানে চলবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App