×

খেলা

বাংলাদেশকে নিয়ে পাকিস্তান শাহীনসের ছেলেখেলা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০৫:২৭ পিএম

বাংলাদেশকে নিয়ে পাকিস্তান শাহীনসের ছেলেখেলা

ছবি: সংগৃহীত

   

চারদিনের আনঅফিসিয়াল টেস্ট সিরিজটি সমতায় শেষ হয়েছিল। দ্বিতীয়টিতে ভালো প্রতিরোধ গড়েছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে এবার ওয়ানডে সিরিজের শুরুটা মোটেই ভালো হলো না টাইগার যুবাদের। সিরিজের প্রথম ম্যাচে একপেশে পরাজয়ের স্বাদ নিয়েছে তাওহীদ হৃদয়ের নেতৃত্বাধীন দলটি।

সোমবার (২৬ আগস্ট) ১৪ ওভার বাকি থাকতেই ১৮৩ রানে গুটিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। জবাবে ৮ উইকেট হাতে রেখে ২৭ দশমিক ৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান শাহীনস।

ইসলামাবাদ ক্লাবে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান শাহীনস। দ্য গ্রিন ম্যান যুবাদের আগুনে বোলিংয়ে দলীয় সংগ্রহ ১৫০ পেরোনোর আগেই ৭ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। এরপর টেনেটুনে সবকটি উইকেট হারিয়ে ১৮৩ রানে থামে বাংলাদেশ ‘এ’ দল।

দ্বিতীয় চারদিনের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো সাইফ হাসান প্রতিরোধ গড়েছিলেন। তার ব্যাট থেকে ৫৮ রান আসে। অন্যদিকে ৪০ রানের দুর্দান্ত ইনিংস সাজান রিশাদ হোসেন।

এ ছাড়া তাওহীদ হৃদয় ১৩, মেহেদী ১২, রুয়েল ১২ ও রেজাউর রহমান ১০ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের কোটা পেরোতে পারেননি।

পাকিস্তানের মোহাম্মদ আব্বাস আফ্রিদি একাই লাল-সবুজ শিবিরকে ধসিয়ে দেন। ‘ফাইফার’ নেন ২৩ বছর বয়সী এই পেসার। এ ছাড়া মেহরান মুমতাজ ও জাহান্দাদ খান দুটি করে উইকেট নেন।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে স্বাগতিকরা। দলীয় ১৩ রানে প্যাভিলিয়নে ফেরেন আব্দুল ফাসেহ। মেহেদী হাসানের বলে মোসাদ্দেকের হাতে ক্যাচ দিয়ে ১৬ বলে স্রেফ ১ রানে ফেরেন এই ওপেনার।

তবে টাইগার যুবাদের হতাশায় ডুবান উসমান খান আর হাসিবউল্লাহই। ঝড়েও বেগে রান তুলতে থাকেন তারা। তাদের ঝোড়ো ইনিংসে ২৭ দশমিক ৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় দ্য গ্রিন ম্যান যুবারা। ৮৭ রান করে উসমান সাজঘরে ফিরলেও ৭৩ রানে অপরাজিত থেকে জয় নিয়েই মাঠ ছাড়েন হাসিবউল্লাহ। এ ছাড়া ওমর বিন ইউসুফের ব্যাট থেকে আসে ১৪ রান।

বাংলাদেশ 'এ' দলের হয়ে মোসাদ্দেক হোসেন সৈকত ও শেখ মেহেদী হাসান একটি করে উইকেট শিকার করেন। 

উল্লেখ্য, সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগামী ২৮ আগস্ট মুখোমুখি হবে দল দুটি। এ ছাড়া ৩০ আগস্ট তৃতীয় ও শেষ গড়াবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App