×

খেলা

আইসিসি থেকে সুখবর পেলেন মুশফিক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০১:৫২ পিএম

আইসিসি থেকে সুখবর পেলেন মুশফিক

মুশফিকুর রহিম

   

পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট সিরিজের প্রথমটিতে বাংলাদেশের ১০ উইকেটের জয়ে বড় অবদান ছিল ব্যাটার মুশফিকুর রহিমের। ১৯১ রানের অসাধারণ ইনিংসে ম্যাচসেরা হন তিনি। ম্যাচজয়ী দুর্দান্ত ইনিংস খেলে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে সাত ধাপ এগিয়ে ১৭তম স্থানে উঠে এসেছেন মুশি। এটিই তার ক্যারিয়ার সেরা র‌্যাংকিং। র‌্যাংকিংয়ের পাশাপাশি ক্যারিয়ার সেরা রেটিংও পেয়েছেন মুশফিক। তার রেটিং এখন ৬৮৪।

বুধবার (২৮ আগস্ট) পুরুষ ক্রিকেটারদের টেস্ট র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ২২ চার ও ১ ছক্কায় ৩৪১ বল খেলে ১৯১ রান করেন মুশফিক। এই ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ১১৭ রানের লিড পায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ইনিংসে বোলারদের দারুণ নৈপুন্যে পাকিস্তানকে ১৪৬ রানে গুটিয়ে দিয়ে ৩০ রানের সহজ টার্গেট স্পর্শ করে জয় তুলে নেয় টাইগাররা।

মুশফিকের সঙ্গে ব্যাটার লিটন দাসেরও র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে। পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৬ রান করেন তিনি। র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ৬২৭ রেটিংয়ে ২৭তম স্থানে উঠে এসেছেন লিটন। ওই ইনিংসে ৭৭ রান করে তিন ধাপ এগিয়ে ৮৫তম স্থানে উঠেছেন মেহেদী হাসান মিরাজ।

ব্যাটারদের পাশাপাশি বোলারদের মধ্যে হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও মিরাজের উন্নতি হয়েছে। পাকিস্তানের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে তিনটি করে উইকেট নেন দুই পেসার হাসান ও শরিফুল। হাসান ২৩ ধাপ এগিয়ে ৭৪তম স্থানে এবং শরিফুল ৯ ধাপ এগিয়ে ৬৪তম স্থানে জায়গা করে নিয়েছেন।

পাকিস্তানের বিপক্ষে দুই ইনিংসে ৫ উইকেট নেন মিরাজ। বোলারদের তালিকায় এক ধাপ এগিয়ে এখন ২৩তম স্থানে উঠেছেন মিরাজ। অলরাউন্ডারদের তালিকায় দুই ধাপ এগিয়ে শীর্ষ দশের মধ্যে নাম লিখিয়েছেন মিরাজ। ২৩৫ রেটিং নিয়ে দশম স্থানে আছেন তিনি।

এ ছাড়াও ব্যাটিং তালিকায় পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের উন্নতি হয়েছে। সাত ধাপ এগিয়ে অস্ট্রেলিয়ার উসমান খাজার সঙ্গে যৌথভাবে দশম স্থানে আছেন রিজওয়ান। টাইগারদের বিপক্ষে দুই ইনিংসে ১৪১ ও ০ রান করে এক ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠেছেন শাকিল।

টেস্টে ব্যাটারদের তালিকায় শীর্ষে আছেন ইংল্যান্ডের জো রুট, বোলারদের মধ্যে সেরা অবস্থানে আছেন ভারতের রবীচন্দ্রন অশ্বিন ও অলরাউন্ডার তালিকায় সবার উপরে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App