নতুন রূপে চ্যাম্পিয়নস লিগ, দেখে নিন কে কার প্রতিপক্ষ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ১১:১৬ এএম

চ্যাম্পিয়নস লিগ ট্রফি, ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়নস লিগের নতুন নিয়মে প্রথমবারের মতো ৩৬ দল অংশ নিচ্ছে। তবে এবার চিরায়ত গ্রুপ পর্ব থাকছে না। লিগ টেবিলের মতোই এবারের আসর গড়াবে।
এদিকে সূচির জটিলতা এড়াতে এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারস্থ হয়েছিল ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নিয়ন্তা-উয়েফা। এতে লিগের শুরুতেই মিলছে দুর্দান্ত সব ম্যাচ। সহজ করে বললে, প্রথম পর্বেই গত মৌসুমের ফাইনাল মঞ্চস্থ হতে চলেছে!
এবার গ্রুপ পর্বেই আগের আসরের দুই ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ডের দেখা হবে। শুধু তাই না, আরও চার ফাইনালের পুনরাবৃত্তিও আছে। ২০১৮, ২০২০, ২০২২ ও ২০২৩ আসরের ফাইনালিস্টরা একে অন্যের মুখোমুখি হবে।
চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বে পট ১-এর কোন দলের প্রতিপক্ষ কারা
রিয়াল মাদ্রিদ
বরুসিয়া ডর্টমুন্ড, লিভারপুল, এসি মিলান, আটলান্টা, সালজবুর্গ, লিল, স্টুটগার্ট, ব্রেস্ত।
ম্যানচেস্টার সিটি
ইন্টার মিলান, পিএসজি, ক্লাব ব্রুগা, জুভেন্টাস, ফেইনুর্দ, স্পোর্তিং, স্পার্তা প্রাহা, ব্রাতিসলাভা।
বায়ার্ন মিউনিখ
পিএসজি, বার্সেলোনা, বেনফিকা, শাখতার, দিনামো জাগরেব, ফেইনুর্দ, ব্রাতিসলাভা, অ্যাস্টন ভিলা।
পিএসজি
ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, আতলেতিকো মাদ্রিদ, আর্সেনাল, পিএসভি আইন্দহোভেন, সালজবুর্গ, জিরোনা, স্টুটগার্ট।
লিভারপুল
রিয়াল মাদ্রিদ, লাইপজিগ, লেভারকুসেন, এসি মিলান, লিল, পিএসভি আইন্দহোভেন, বোলোনিয়া, জিরোনা।
ইন্টার মিলান
লাইপজিগ, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, লেভারকুসেন, জভেদা, ইয়াং বয়েজ, মোনাকো, স্পার্তা প্রাহা।
বরুসিয়া ডর্টমুন্ড
বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, শাখতার, ক্লাব ব্রুগা, সেল্টিক, দিনামো জাগরেব, স্ত্রাম গ্রাজ, বোলোনিয়া
লাইপজিগ
লিভারপুল, ইন্টার মিলান, জুভেন্টাস, আতলেতিকো মাদ্রিদ, স্পোর্তিং, সেল্টিক, অ্যাস্টন ভিলা, স্ত্রাম গ্রাজ।
বার্সেলোনা
বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, আটলান্টা, বেনফিকা, ইয়াং বয়েজ, জভেদা, ব্রেস্ত, মোনাকো।