×

খেলা

রোনালদোকে নিয়েই পর্তুগালের দল ঘোষণা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০৬:৫৩ পিএম

রোনালদোকে নিয়েই পর্তুগালের দল ঘোষণা

ক্রিস্টিয়ানো রোনালদো

   

সবশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। এরপরও আগামী সেপ্টেম্বরে উয়েফা নেশনস লিগে সিআর সেভেনকে দলে রেখেছেন পর্তুগিজ কোচ রবের্তো মার্তিনেজ।

রেকর্ড ষষ্ঠবারের মতো ইউরোতে নেমেছিলেন রোনালদো। কিন্তু এবার তার পা থেকে একটি গোলও আসেনি। এতে শেষ আট থেকেই বিদায়ঘণ্টা বাজে পর্তুগিজদের। তবে চলতি মৌসুমে নিজ ক্লাব আল-নাসরের হয়ে ইতোমধ্যেই ৪ গোল করেছেন তিনি। এজন্যই নেশনস লিগে ক্রোয়েশিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে তাকে আক্রমণভাগের নেতৃত্বে রেখেই দল সাজিয়েছেন রবের্তো।

এদিকে জাতীয় দলকে ইতোমধ্যেই বিদায় বলেছেন ৪১ বছর বয়সী ডিফেন্ডার পেপে। তার বদলে স্পোর্টিং লিসবনের ১৭ বছরের তরুণ উইঙ্গার জিওভানি কুয়েনদাকে দলে ডেকেছেন পর্তুগিজ কোচ। নতুন মুখ হিসেবে চেলসির লেফটব্যাক রেনাতো ভেইগা এবং লিলের ডিফেন্ডার তিয়াগো সান্তোসও স্কোয়াডে আছেন। আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর লিসবনে ক্রোয়েশিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে পর্তুগাল।

ক্রোয়েশিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে পর্তুগালের স্কোয়াড

গোলরক্ষক: দিওগো কস্তা (এফসি পোর্তো), হোসে সা (উলভস), রুই সিলভা (রিয়াল বেটিস)

ডিফেন্ডার: রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি), আন্তোনিও সিলভা (বেনফিকা), রেনাতো ভেইগা (চেলসি/), গনসালো ইনাসিও (স্পোর্তিং লিসবন), থিয়াগো সান্তোস (লিলে), দিয়োগো দালত (ম্যানচেস্টার ইউনাইটেড), নুনো মেন্দেস (প্যারিস সেন্ট-জার্মেই), নেলসন সেমেদো (উলভস)

মিডফিল্ডার: জোয়াও পালহিনহা (ফুলহাম), জোয়াও নেভেস (প্যারিস সেন্ট-জার্মেই), ভিতিনহা (প্যারিস সেন্ট-জার্মেই), ব্রুনো ফার্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড), বার্নান্দো সিলভা (ম্যানচেস্টার সিটি), রুবেন নেভেস (আল-হিলাল)

ফরোয়ার্ড: জোয়াও ফেলিক্স (চেলসি), ফ্রান্সিসকো ত্রিনকাও (স্পোর্তিং লিসবন), পেদ্রো গনকালভেস (স্পোর্তিং লিসবন), রাফায়েল লিয়াও (এসি মিলান), জিওভানি কুয়েন্দা (স্পোর্তিং লিসবন), পেদ্রো নেতো (চেলসি), ক্রিস্টিয়ানো রোনালদো (আল-নাসর), ডিয়োগো জোতা (লিভারপুল)

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App