প্রীতি ম্যাচ খেলতে ভুটানে জামালরা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ জাতীয় ফুটবল দল
দুই প্রীতি ম্যাচ খেলতে গতকাল ভুটান গিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর থিম্পুতে ম্যাচ দুটি খেলবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। সদ্য চ্যাম্পিয়ন হওয়া সাফ অনূর্ধ্ব-২০ দলের চার ফুটবলার মিরাজুল ইসলাম, চন্দন রায়, রাব্বি হোসেন রাহুল ও তপু বর্মন জায়গা পেয়েছেন ২৩ সদস্যের এই দলে।
আজ শনিবার থেকে শুরু হবে অনুশীলন। প্রথমবার ২৩ ফুটবলারকে একসঙ্গে পাবেন হাভিয়ের কাবরেরা। তারুণ্যনির্ভর দল নিয়ে দুটি ম্যাচই জিততে চান তিনি।
বিমানবন্দরেও ফুটবলার-কর্মকর্তা সবার শুভেচ্ছায় সিক্ত মিরাজ, তপুরা। চ্যাম্পিয়ন দলের আরো দুই ফুটবলার রাব্বী হোসেন রাহুল, চন্দন রায়ও ভুটান সফরে জামাল, মোরসালিনদের সঙ্গী হয়েছেন।
তবে জাতীয় দলের ক্যাম্প তাদের কাছে প্রথম নয়। তারুণ্যনির্ভর দল নিয়ে হাভিয়ের কাবরেরাও চমক দেখানোর অপেক্ষায়।
বাংলাদেশের হেড কোচ হাভিয়ের কাবরেরা বলেন, তপু-মিরাজরা নেপাল থেকে খেলে ফিরেছে, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতায় তাদের খেলার অভিজ্ঞতা আছে। তারা ফর্মেও আছে, আশা করি প্রত্যাশা পূরণ করতে পারবে।
বাংলাদেশের ম্যানেজার আমের খান বলেন, দলের সঙ্গে যদি এমন করে পাঁচ-ছয়জন আস্তে আস্তে ঢুকতে থাকে তাহলে পরে আমাদের পাইপলাইন ভালো হবে।
ভুটানেই পুরো দলকে একসঙ্গে পাচ্ছেন হেড কোচ। যাওয়ার আগের দিন বসুন্ধরা কিংসের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেছে আগের ১৪ জনের স্কোয়াড।
যদিও কাবরেরার ২৩ সদস্যের দলের সেই ১৪ জনের মধ্যে শাহ কাজেম, দিদারসহ ৪ জনের জায়গা হয়নি। প্রথম ম্যাচের আগে ৫ সেশন পাচ্ছেন কোচ।
বাংলাদেশের হেড কোচ হাভিয়ের কাবরেরা বলেন, কন্ডিশনসহ কিছু চ্যালেঞ্জ রয়েছে। তবে দলে যারা আছে তাদের ওপর আস্থা রাখা যায়। আমি দুটি ম্যাচেই জয়ের প্রত্যাশা করছি।
বাংলাদেশের ফুটবলার সোহেল রানা বলেন, আমাদের র্যাঙ্কিং ভালো একটি অবস্থায় নিয়ে যেতে ম্যাচ দুটি আমাদের জিততেই হবে।
শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিমদের সঙ্গে তরুণ মিরাজ, তপু, রাব্বী, চন্দন। প্রত্যাশা আর পারফরম্যান্সে দেশে ফুটবল জাগরণে তারাই কাণ্ডারি।