×

খেলা

ভারতের অনূর্ধ্ব-১৯ দলে রাহুল দ্রাবিড়ের ছেলে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০৬:১৮ পিএম

ভারতের অনূর্ধ্ব-১৯ দলে রাহুল দ্রাবিড়ের ছেলে

রাহুল ও সামিত দ্রাবিড়

   

ক্রিকেটের পথেই এগোচ্ছেন রাহুল দ্রাবিড়ের ছেলে-ভারতীয় সংবাদমাধ্যমে এমন খবর নানান সময়েই এসেছে। সেই পথ ধরে এবার বড় সারপ্রাইজ প্যাকেজে সামিত দ্রাবিড়।

সেপ্টেম্বর–অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে একাধিক সংস্করণের সিরিজ খেলবে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। সেই সিরিজের একদিনের ও চারদিনের ম্যাচের স্কোয়াডে ঠাঁই পেয়েছেন কিংবদন্তি দ্রাবিড়ের ছেলে সামিত।

শনিবার (৩১ আগস্ট) অনূর্ধ্ব–১৯ দলের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যেখানে প্রথমবারের মতো ১৮ বছর ২৯৫ দিন বয়সী সামিত ডাক পেয়েছেন।

ব্যাঙ্গালুরুতে চলমান মহারাজা টি–টোয়েন্টি টুর্নামেন্টে মহীশূর ওয়ারিয়র্সের হয়ে খেলছেন সামিত। সিনিয়র ক্রিকেটে এটিই তার প্রথম টি–টোয়েন্টি টুর্নামেন্ট। তবে এই টুর্নামেন্টে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। ১১৩ দশমিক ৮৮ স্ট্রাইকরেটে ৭ ইনিংসে ৮২ রান করেছেন। 

মিডিয়াম পেস বোলিংয়ে দক্ষতা থাকলেও এখনও বোলিংয়ের সুযোগ পাননি তিনি। অনূর্ধ্ব–১৯ দলে ডাক পাওয়ার দিনে এই টুর্নামেন্টের সেমিতে খেলতে নামবেন সামিত।

এর আগে, চলতি বছরের শুরুতে কর্নাটকের কুচবিহার ট্রফি জয়ে বড় ভূমিকা রেখেছিলেন সামিত। চার দিনের এই টুর্নামেন্টে ৮ ম্যাচে ৩৬২ রানের পাশাপাশি ১৬ উইকেট শিকার করেন। মুম্বাইয়ের বিপক্ষে ফাইনালে ২ উইকেট নেন।

তবে আরও আগেই আলোচনায় এসেছিলেন সামিত। ২০২০ সালে মাল্লয়া অদিতি ইন্টারন্যাশনাল স্কুলের হয়ে ১৪৪ বলে অপরাজিত ২১১ রানের ইনিংস খেলেছিলেন। এর আগের বছরের ডিসেম্বরে ইন্টার জোনাল অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টেও ডাবল সেঞ্চুরি করেছিলেন।

আগামী ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে একদিনের সিরিজ খেলবে ম্যান ইন ব্লু যুবারা। এরপর ৩০ সেপ্টেম্বর ও ৭ অক্টোবর চেন্নাইয়ে চার দিনের ম্যাচ দুটি শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App