×

খেলা

ভুটানে বাংলাদেশের ফুটবলারদের অন্য রকম অভিজ্ঞতা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০৭:৫৪ পিএম

ভুটানে বাংলাদেশের ফুটবলারদের অন্য রকম অভিজ্ঞতা

ছবি: বাফুফে

   

দেশের বাইরে খেলতে গেলে বাংলাদেশের ফুটবলারদের ‘জীবন’ সাধারণত মাঠ আর হোটেলেই সীমাবদ্ধ থাকে। তবে এবার ভুটান সফরে অন্যরকম এক অভিজ্ঞতা পেলো লাল-সবুজের প্রতিনিধিরা। হাইকিংয়ে দিন পার করলো জামাল-তপুরা।

ভুটান ভ্রমণে পর্যটকরা হাইকিং রাখেন। তবে বাংলাদেশের ফুটবলাররা পর্যটক হিসেবে নয়, দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে সেখানে গিয়েছেন। আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে ভুটান জাতীয় দলের সঙ্গে খেলবে মিরাজুলরা।

তবে শুক্রবার থিম্পু পৌঁছে শনিবার (৩১ আগস্ট) দলবদল নিয়ে হাইকিংয়ে নেমে পড়েন কোচ হাভিয়ের কাবরেরা। থিম্পু শহরের বুদ্ধ পয়েন্ট বাচো পর্যন্ত প্রায় দুই ঘণ্টা হাইকিং করেন ফুটবলাররা।

এমন অভিজ্ঞতার পর থিম্পু থেকে বাফুফের পাঠানো ভিডিও বার্তায় বাংলাদেশ দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ বলেন, ‘অতীতে এটা কখনো করিনি। আজ করেছি। আমরা সবাই অনেক মজা করেছি, উপভোগ করেছি। সামগ্রিকভাবে সবকিছু ভালোই ছিল। শুরুর দিকে একটু কষ্ট হয়েছে। যখন ওপরে উঠে গেছি, তখন আর কষ্ট মনে হয়নি।’

নতুন অভিজ্ঞতা নিয়ে ফরোয়ার্ড রাকিব হোসেন বলেন, ‘একসঙ্গে পুরো দল হাইকিং করেছি। এখানকার আবহাওয়া একটু আলাদা আমাদের চেয়ে। কখনো একটু গরম, আবার হালকা ঠান্ডাও আছে। হাইকিংয়ে শুরুতে একটু কষ্ট হয়েছে, তবে আমরা সবাই মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। সামনে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। আবহাওয়ার সঙ্গে যত মানিয়ে নিতে পারব তত ভালো হবে।’

কোচ হাভিয়ের কাবরেরার ভাষ্য, ‘আমরা হাইকিং করেছি। যেটা খেলোয়াড়েরা উপভোগ করেছে। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেই এটা করেছি। একটা ট্রেনিং সেশনের চেয়েও এটি আসলে বেশি কিছু।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App