বিগ ব্যাশে দল পেলেন বাংলাদেশের রিশাদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৭ পিএম

রিশাদ হোসেন
দীর্ঘদিন পর ফের অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ-বিগ ব্যাশে দল পেলেন বাংলাদেশের কোনো ক্রিকেটার। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে ডাক পেয়েছেন রিশাদ হোসেন। এই স্পিনারকে দলে টেনেছে হোবার্ট হ্যারিকেন্স।
ড্রাফটের ২৮ নম্বর ডাকে তাকে দলে ভেড়ায় দুইবারের রানার্সআপ দলটি। রিশাদের আগে ইংল্যান্ডের ক্রিস জর্ডান এবং ওয়েস্ট ইন্ডিজের শাই হোপকে দলে টেনেছিল তারা।
ড্রাফটের চতুর্থ রাউন্ডে রিশাদের ক্যাটাগরি ছিল। চতুর্থ দল হিসেবে সুযোগ পেয়েই রিশাদকে নেয় তারা।
পরের তিন ডাকে টম আলসোপকে ব্রিসবেন হিট, কিটন জেনিংসকে পার্থ স্কচার্স এবং জাফর চোহানকে দলে নেয় সিডনি সিক্সার্স।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে রিশাদকে স্বাগত জানিয়েছে হোবার্ট হারিকেন্স। নিজেদের পোস্টে দুর্দান্ত তরুণ লেগ-স্পিনার হিসেবে উল্লেখ করেছে তারা।
এবারের আসরে ৬ থেকে ৯টি ম্যাচ এবং ফাইনাল খেলতে পারবেন, এমন শর্তে নাম লিখিয়েছিলেন রিশাদ।
একই শর্তে নাম দিয়েছিলেন তানজিম হাসান সাকিব এবং তানজিদ হাসান তামিমও। তবে তাদের কেউই দলে নেয়নি।
অন্যদিকে পুরো আসর খেলতে পারবেন, এমন শর্তে আরও ৬ ক্রিকেটার নাম দিয়েছিলেন। তবে পেসার হাসান মাহমুদ, উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক, দুই অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও শামিম হোসেন পাটোয়ারি, ব্যাটার রনি তালুকদার এবং স্পিনার তাইজুল ইসলাম কেউই দল পাননি।