২৬২ রানে অলআউট বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৮ পিএম

ছবি: সংগৃহীত
তৃতীয় দিনের শুরুতে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। তবে লিটন ও মিরাজের রেকর্ড গড়া জুটিতে ঘুরে দাঁড়ায় টাইগাররা। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে প্রায় ২৭ মাস পর সেঞ্চুরির দেখা পান লিটন। শেষমেশ উইকেটকিপার এই ব্যাটারের সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৭৮ দশমিক ৪ ওভারে ২৬২ রানে থেমেছে বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসে ১২ রানের পেয়েছে পাকিস্তান।
রবিবার (১ সেপ্টেম্বর) তৃতীয় দিনের শুরুতেই ধুঁকতে থাকে বাংলাদেশ। খুররাম শেহজাদের আগুনে বোলিংয়ে মাত্র ১৬ রান যোগ করতেই ৬ উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। সাদমান ছাড়া কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি। একে একে প্যাভিলিয়নে ফেরেন সাদমান (১০), জাকির হাসান (১), নাজমুল হাসান শান্ত (৪), মুমিনুল হক (১), মুশফিকুর রহিম (৩) ও সাকিব আল হাসান (২)।
৬ উইকেট হারিয়ে ফলো-অনের শঙ্কাও জেগেছিল। তবে লিটন-মেহেদীর ১৬৫ রানের জুটিতে ফলো-অন এড়ায় টাইগাররা। এরপর সেঞ্চুরির দিকেই হাঁটছিলেন তারা। তবে হঠাৎই প্যাভিলিয়নের পথ ধরেন মিরাজ। মিরাজের পর তাসকিনও ক্রিজে থিতু হতে পারেননি। লাল-সবুজের অষ্টম উইকেট পতনের পরই দ্বিতীয় সেশনের খেলা শেষ হয়। ৮ উইকেট হারিয়ে ১৯৩ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ।
চা-বিরতি থেকে ফিরে একপ্রান্ত আগলে রেখে নিজের টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন লিটন। ১৭১ বলে ১১ চার ও ২ ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেন উইকেটরক্ষক এই ব্যাটার।
হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে সেঞ্চুরির পরও রানের চাকা সচল রাখেন ক্ল্যাসিক এই ব্যাটার। তার সঙ্গে গড়েন ৬৯ রানের জুটি। তবে দলীয় ২৬২ রানে থামেন তিনি। সাজঘরে ফেরার আগে ২২৮ বলে ১৩৮ রানের অসাধারণ এক ইনিংস খেলেন উইকেটরক্ষক এই ব্যাটার।
লিটনের বিদায়ের পর মাত্র দুই বল টিকেছিল লাল-সবুজের ইনিংস। সালমানের বলে এলবিডব্লু হয়ে ফেরেন নাহিদ রানা। শেষ পর্যন্ত ৭৮ দশমিক ৪ ওভারে ২৬২ রানে অলআউট হয় বাংলাদেশ।